ঢাকাই সিনেমার আলোচিত নায়ক ও বাংলাদেশ চলচিত্র শিল্পী সমিতির সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক জায়েদ খানের পক্ষে এবার মানববন্ধন হয়েছে তার জন্মস্থান পিরোজপুরে।

গত রোববার (১৩ ফেব্রুয়ারি) সকালে ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে তার বিরুদ্ধে নিজ জেলা পিরোজপুরে হিন্দুদের জমি ও স্থাপনা দখলের অভিযোগে মানববন্ধন করে ভুক্তভোগী কিছু পরিবার।

সেসব অভিযোগকে এই নায়কের বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক ঘটনা উল্লেখ করে আজ মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) টাউন ক্লাব সড়কে পিরোজপুরের স্থানীয় জনগন এ মানববন্ধনের আয়োজন করে বলে জানা গেছে।  

মানববন্ধনে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক চন্দ্র শেখর হালদার, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) সদস্য দিপংকর মাতা মিন্টু, ‘সাপোর্ট মানব কল্যাণ সংস্থা’র সাধারণ সম্পাদক সৈয়দ আহসান কবির, পিরোজপুর সরকারী সোহরাওয়ার্দী কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস যুবলীগ নেতা সাগর শিকদার, সরকারী সোহরাওয়ার্দী কলেজ ছাত্র সংসদের মেজবাহ উদ্দিন সাবসহ অনেকে।

বক্তারা বলেন, ‘জায়েদ খান আমাদের পিরোজপুরের কৃতি সন্তান। তিনি কখনো মানুষের ক্ষতি করেননি। তার বিরুদ্ধে আজ যতটুকু হয়েছে সবটাই ষড়যন্ত্র। আর যারা এই ষড়যন্ত্র করছে তারা কাজটি ঠিক করেনি। উদ্দেশ্যমূলকভাবে ঢাকায় যে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করা হয়েছে আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

উল্লেখ্য, ঢাকার সেই মানববন্ধনে ভুক্তভোগী পরিবারের সদস্যরা দাবি করেন, ‘অন্তর জ্বালা’ সিনেমার শুটিংয়ের কথা বলে পিরোজপুর সদরে হিন্দুদের জমি ও ক্লিনিক দখল করেন জায়েদ খান। এর সঙ্গে জড়িত আছেন জায়েদ খানের ভাই ওবায়দুল হক পিন্টু ও শহীদুল হক মিন্টু। ক্লিনিকটি ৪০ শয্যার বলে জানা গেছে।

আরআইজে