না ফেরার দেশে চলে গেলেন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় র‌্যাপার ও অভিনেতা ডিএমএক্স। হৃদরোগে আক্রান্ত হয়ে টানা পাঁচদিন হাসপাতালে লাইফ সাপোর্টে থাকার পর মারা গেছেন এই তারকা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর।

শুক্রবার (৯ এপ্রিল) রাতে তার পরিবারের সদস্যদের বরাত দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করে। সেখানে বলা হয়, ‘আমরা সত্যিই মর্মাহত পরিবারের অন্যতম ভালোবাসার মানুষটিকে হারিয়ে। আর্ল সিমন্স (ডিএমএক্স-এর মূল নাম) হোয়াইট প্লেন হসপিটালে মৃত্যুর সঙ্গে কয়েকদিন যুদ্ধ করে মারা গেল। বেঁচে থাকতেও সিমন্স ছিলেন সত্যিকারের যোদ্ধা।’

আসল নাম আর্ল সিমন্স হলেও বিশ্বব্যাপী কোটি ভক্তের কাছে ডিএমএক্স নামেই সুপরিচিত ছিলেন তিনি। 'পার্টি আপ' ও 'গেট অ্যাট মি ডগ'সহ আরও কিছু গানের মাধ্যমে র‌্যাপ জগতে তোলপাড় তোলেন ডিএমএক্স। তার প্রথম অ্যালবাম বাজারে এসেই বিলবোর্ড চার্টে এক নম্বর স্থান দখল করে নেয়। 

৪০টির বেশি চলচ্চিত্রে কাজ করেছেন তিনি। 'রোমিও মাস্ট ডাই' ও 'নেভার ডাই অ্যালোন', ‘ক্রেডল টু দ্য গ্রেভ’ ও ‘এক্সিট ওউন্ডস ডিএমএক্সের করা অন্যতম সিনেমা। এছাড়া টিভি অনুষ্ঠান করেও পরিচিতি পেয়েছিলেন তিনি।

আরআইজে