রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থক চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) পঞ্চম জাতীয় ত্রিবার্ষিক সম্মেলন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সম্মেলন ঘিরে সকাল থেকেই বিভিন্ন অঞ্চল থেকে চিকিৎসকরা যোগ দিতে থাকেন। দীর্ঘদিন পর সম্মেলনে যোগ দিতে পেরে আনন্দিত চিকিৎসকরা। 

শুক্রবার (২৫ নভেম্বর) দুপুরে সরেজমিন দেখা যায়, ব্যানার-ফেস্টুন হাতে দলে দলে সোহরাওয়ার্দী উদ্যানে আসছেন চিকিৎসকরা। তাদের স্লোগানে মুখর পুরো সম্মেলনস্থল। সাত বছর পর আয়োজিত এ সম্মেলনে চিকিৎসকদের মধ্যে আনন্দ-উল্লাস বিরাজ করছে।

রংপুর ডেন্টাল কলেজের চিকিৎসক আসাদুজ্জামান বলেন, সম্মেলনে যোগ দিতে পেরে আমরা আনন্দিত। আশা করি এবারের সম্মেলন একটি সফল সম্মেলনে পরিণত হবে।

ইস্ট-ওয়েস্ট মেডিকেল কলেজের চিকিৎসক আবীর হোসেন বলেন, দীর্ঘসময় পর চিকিৎসক পরিষদের এ সম্মেলন আয়োজিত হচ্ছে।সম্মেলনটি ভালো কিছু বয়ে আনবে বলে আমার বিশ্বাস।

এবারের সম্মেলনে সারা দেশ থেকে ১৫ হাজারের বেশি স্বাচিপ নেতা-কর্মী অংশগ্রহণ করছেন বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

ওএফএ/জেডএস