স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম

দেশে ক্রমেই করোনায় সংক্রমণ বাড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় দেশের সব হাসপাতাল প্রস্তুত আছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।

তিনি বলেছেন, ‘কঠোর লকডাউনের বিষয়ে কোনো নির্দেশনা নেই, তবে রেস্তোরাঁ, গণপরিবহন ও পর্যটন কেন্দ্রে জনসমাগম কমানোর নির্দেশনা দেওয়া হয়েছে।’

মঙ্গলবার (১৬ মার্চ) দুপুরে স্বাস্থ্য অধিদফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। মহাপরিচালক বলেন, ‘ইতোমধ্যে দেশের সব বিভাগীয় স্বাস্থ্য পরিচালক এবং ঢাকার কোভিড-১৯ হাসপাতালের পরিচালকদের সঙ্গে বৈঠক হয়েছে। তাদের সমস্যার কথা শোনা হয়েছে এবং সেগুলো চিহ্নিত করা হয়েছে।’

তিনি বলেন, ‘যে যেখানে আছেন, সেখানেই চিকিৎসা নিন। বিদেশ থেকে আগতদের কঠোর কোয়ারেন্টাইন মানার নির্দেশনা হয়েছে।’

গত বছরের শেষের দিকে এবং নতুন বছরের শুরুতে দেশে করোনায় সংক্রমণ নিম্নমুখী দেখা যায়। গত ১৯ জানুয়ারি দৈনিক শনাক্তের হার পাঁচ শতাংশের নিচে নেমে এসেছিল, একপর্যায়ে তা তিন শতাংশেরও নিচে নেমে আসে। কিন্তু মার্চের শুরু থেকে সংক্রমণ বাড়তে থাকে।

১০ মার্চ থেকে সোমবার (১৫ মার্চ) পর্যন্ত টানা ছয় দিন করোনায় আক্রান্ত হিসেবে দৈনিক হাজারের বেশি শনাক্ত হয়েছেন। ১০ মার্চ ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন এক হাজার ১৮ জন। ১১ মার্চ এক হাজার ৫১; ১২ মার্চ এক হাজার ৬৬; ১৩ মার্চ এক হাজার ১৪; ১৪ মার্চ এক হাজার ১৫৯ এবং সোমবার ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন এক হাজার ৭৭৩ জন।

এর আগে, রোববার (১৪ মার্চ) রাজধানীর শ্যামলীতে ২৫০ শয্যাবিশিষ্ট টিবি হাসপাতালের এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘আগের ভ্যারিয়েন্টের ক্ষেত্রে আমরা দেখেছি, বিভিন্ন রোগে আক্রান্তরাই বেশি করোনায় আক্রান্ত হয়েছেন। কিন্তু, এখন আমরা দেখছি, তরুণ ও সুস্থরা আক্রান্ত হচ্ছেন।’

স্বাস্থ্যের ডিজি সেদিন আরও জানিয়েছিলেন, গত দুই মাসে কোভিড-১৯ রোগীদের জন্য তিনি আইসিইউ বেডের কোনো অনুরোধ পাননি। কিন্তু, গত কয়েকদিনে হাসপাতালে আইসিইউ বেডের ঘাটতির অভিযোগে তিনি অসংখ্য কল পেয়েছেন।

তিনি বলেন, ‘প্রস্তুত থাকতে হবে… যেসব আইসিইউ বেড আছে সেগুলো কোভিড-১৯ রোগীদের জন্য আপনারা প্রস্তুত রাখুন।

টিআই/এফআর/এমএমজে