ক্যানসারে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন ময়মনসিংহ মেডিকেল কলেজের ২২তম ব্যাচের শিক্ষার্থী ব্রিগেডিয়ার জেনারেল ডা. নুরুল আমিন আবিদ (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (১০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে তিনি মারা যান। চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি, রাইটস অ্যান্ড রেসপনসিবিলিজ (এফডিএসআর) এই তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, ক্যানসারে আক্রান্ত হয়ে ডা. নুরুল আমিন আবিদ সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন ছিলেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে এফডিএসআর। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে সংগঠনটি।

এছাড়াও ব্রিগেডিয়ার জেনারেল ডা. নুরুল আমিন আবিদের মৃত্যুতে শোক জানিয়েছেন চিকিৎসকদের বিভিন্ন সংগঠন ও চিকিৎসক নেতারা। 

টিআই/জেডএস