ক্যান্সার চিকিৎসায় লিনিয়ার এক্সিলেটর চালু করলো বিএমইউ
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) দীর্ঘদিন পর রেডিওথেরাপির আধুনিক প্রযুক্তি লিনিয়ার এক্সিলেটর (লিনাক) পুনরায় চালু হয়েছে। ক্যান্সার চিকিৎসার এই উন্নত প্রযুক্তি চালুর মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাসেবা ও গবেষণায় এক নতুন দিগন্তের সূচনা হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
রোববার (১৮ মে) বিশ্ববিদ্যালয়ের অনকোলজি বিভাগে রেডিওথেরাপির এই আধুনিক প্রযুক্তির যন্ত্র উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম ও অনকোলজি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ আকরাম হোসেন। সভাপতিত্ব করেন অনকোলজি বিভাগের বর্তমান চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. নাজির উদ্দিন মোল্লাহ। সঞ্চালনায় ছিলেন সহযোগী অধ্যাপক ডা. মো. জামাল উদ্দিন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম বলেন, “জনস্বার্থে চিকিৎসা শিক্ষা, গবেষণা ও সেবা কার্যক্রমকে এগিয়ে নিতে হবে। রোগীদের প্রতি বৈষম্য বন্ধ করতে হবে এবং চিকিৎসাসেবাকে আর্থিক লাভের বাইরে রেখে মানবিক দৃষ্টিভঙ্গিতে পরিচালনা করতে হবে।”
এ সময় তিনি রোগীদের চিকিৎসাসংক্রান্ত ব্যয়, চিকিৎসার অগ্রগতি ও সিদ্ধান্ত গ্রহণে তাদের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি গাইডলাইন অনুসরণ করে দেশের বাস্তবতায় ভিত্তিক নিজস্ব প্রোটোকল তৈরি ও গবেষণায় অন্যান্য বিভাগকে যুক্ত করার আহ্বান জানান।
অধ্যাপক ডা. মুজিবুর রহমান হাওলাদার বলেন, “ক্যান্সার চিকিৎসা একটি জটিল ও চ্যালেঞ্জিং প্রক্রিয়া। এখানে রোগীরা অনেক আশা নিয়ে আসে, তাই তাদের প্রতি আমাদের দায়িত্ব অনেক বেশি।”
অধ্যাপক ডা. নাহরীন আখতার বলেন “বিএমইউর লক্ষ্য ইনকাম নয়, গবেষণাকে ত্বরান্বিত করা এবং রোগীদের কম খরচে মানসম্পন্ন সেবা নিশ্চিত করা।”
অধ্যাপক ডা. নজরুল ইসলাম বলেন, “রোগীদের ওপর আর্থিক চাপ বা প্রতারণা বরদাস্ত করা হবে না। বিশ্ববিদ্যালয় প্রশাসন স্বচ্ছতা নিশ্চিত করতে বদ্ধপরিকর।”
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে বিএমইউতে ৮ হাজারের বেশি রোগীকে কেমোথেরাপি ও ২ হাজার রোগীকে রেডিওথেরাপির মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়েছে। ২০২৩ সালে ৭০ জন রোগীকে ব্র্যাকিথেরাপির মাধ্যমে চিকিৎসাসেবা দেওয়া হয়।
অনুষ্ঠানে বিএমইউ অনকোলজি বিভাগের শিক্ষক, চিকিৎসক, রেসিডেন্ট, মেডিক্যাল টেকনোলজিস্ট এবং প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
টিআই/এআইএস