র্যাংকিং উন্নয়নে গবেষণার বিকল্প নেই
শিক্ষক ও চিকিৎসকদের গবেষণা মঞ্জুরি প্রদান অনুষ্ঠানে বিএসএমএমইউ ভিসি
আন্তর্জাতিক পরিমণ্ডলে বিশ্ববিদ্যালয়ের র্যাংকিং উন্নয়নে গবেষণার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
শিক্ষক-চিকিৎসকদের উদ্দেশে তিনি বলেন, স্বাস্থ্যবিষয়ক মৌলিক গবেষণায় অধিক মনোনিবেশ করুন। সঙ্গে সঙ্গে করোনাভাইরাস থেকে মুক্তির উপায় খুঁজে বের করতে এ বিষয়ে নিরন্তর গবেষণা কার্যক্রম চালিয়ে যেতে হবে। আন্তর্জাতিক পরিমন্ডলে বিশ্ববিদ্যালয়ের র্যাংকিং উন্নয়নে গবেষণার বিকল্প নেই।
বিজ্ঞাপন
বুধবার (১৬ জুন) দুপুরে বিএসএমএমইউয়ের শহীদ ডা. মিল্টন হলে শিক্ষক ও চিকিৎসকদের গবেষণা মঞ্জুরি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শারফুদ্দিন আহমেদ বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন চিকিৎসাসেবার সঙ্গে সঙ্গে গবেষণাকেও সমান গুরুত্ব দিয়ে কার্যক্রম পরিচালনা করছে। গবেষণার মাধ্যমেই বিশ্ব দরবারে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়কে মর্যাদার আসনে অধিষ্ঠিত করা সম্ভব।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে ৩৭ জন শিক্ষক ও ২ জন মেডিকেল অফিসারকে এ গবেষণা মঞ্জুরি দেওয়া হয়। এর মধ্যে করোনাভাইরাস নিয়ে গবেষণা করার জন্য ১২ জন শিক্ষককে গবেষণা মঞ্জুরি দেওয়া হয়েছে।
রিসার্চ গ্র্যান্ট কমিটি আয়োজিত এ গবেষণা মঞ্জুরি প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন। তিনি বলেন, উপাচার্য মহোদয়ের নির্দেশনায় বর্তমান প্রশাসন গবেষণা মান উন্নয়ন ও গবেষণার পরিধি বৃদ্ধির জোরালো পদক্ষেপ নিয়েছে।
অনুষ্ঠানে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, ডেন্টাল অনুষদের ডীন অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, সার্জারি অনুষদের ডীন অধ্যাপক অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমেদ, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।
‘নগদ’ এর পক্ষ থেকে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের জন্য ডাক বিভাগের ডিজিটাল লেনদেন ‘নগদ’ এর পক্ষ থেকে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী পিপিই, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ইত্যাদি দেওয়া হয়েছে।
এসময় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম মোশাররফ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, ডেন্টাল অনুষদের ডীন অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, সার্জারি অনুষদের ডীন অধ্যাপক অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমেদ, প্রক্টর অধ্যাপক ডা. মোঃ হাবিবুর রহমান দুলাল, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান, পরিচালক (হাসপাতাল) বিগ্রেডিয়ার জেনারেল ডা. মো. নজরুল ইসলাম খান প্রমুখ ছাড়াও ‘নগদ’ এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
টিআই/আরএইচ