করোনাকালে ঘরে ঘরে স্বাস্থ্যসেবা ও প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ দিতে উদ্যোগ নিয়েছে ক্লিক হেলথ সার্ভিস। অনলাইনে অভিজ্ঞ চিকিৎসক ও স্বাস্থ্য সংক্রান্ত পরামর্শ পেতে নির্ভরতার প্রতীক হয়ে উঠছে এই অনলাইন প্ল্যাটফর্মটি। 

রোববার (২০ জুন) করোনা পরিস্থিতিতে বাবা-মা ও স্বজনদের নিয়ে উদ্বেগে থাকা প্রবাসীদের জন্য ‘টাইম টেলিভিশনে’ একটি অনুষ্ঠানের আয়োজন করে ক্লিক হেলথ। 

ক্লিক হেলথের পক্ষ থেকে বলা হয়, প্রবাসীদের দেশে থাকা স্বজনদের স্বাস্থ্যসেবা, চিকিৎসা ও জীবনযাপনের দরকারি সাহায্যে ‘ক্লিক হেলথ সার্ভিসেস’ পাশে দাঁড়াতে প্রস্তুত।

এইচকে