দেশ-বিদেশের ১২০০ বিশেষজ্ঞ নিয়ে বাংলাদেশ ইন্টারন্যাশনাল ক্যান্সার কংগ্রেস
রাজধানীর রেডিসন ব্লু হোটেলে চলছে দুই দিনব্যাপী বাংলাদেশ ইন্টারন্যাশনাল ক্যান্সার কংগ্রেস-২০২৫। অনকোলজি ক্লাব বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত এই কনফারেন্সে বিশ্বের ১৬টি দেশের ৩১ জন বিদেশি বিশেষজ্ঞসহ মোট ১২০০ ক্যান্সার বিশেষজ্ঞ, চিকিৎসক, গবেষক ও স্বাস্থ্যপেশাজীবী অংশ নিচ্ছেন।
শুক্রবার (৩১ অক্টোবর) সকাল ১০টায় শুরু হয় দ্বিতীয় দিনের কার্যক্রম। ক্যান্সার প্রতিরোধ, প্রাথমিক শনাক্তকরণ, আধুনিক চিকিৎসা প্রযুক্তি এবং গবেষণার অগ্রগতি– এসব বিষয়ে একাধিক অ্যাকাডেমিক ও সায়েন্টিফিক সেশন অনুষ্ঠিত হচ্ছে।
বিজ্ঞাপন
অ্যাকাডেমিক পার্টনার হিসেবে এবারের কনফারেন্সে যুক্ত রয়েছে ইতালির বলোনিয়া ইউনিভার্সিটি, সিংহেলথ সিঙ্গাপুর এবং গ্লোবাল হেলথ ক্যাটালিস্ট। এ ছাড়া যুক্তরাজ্যের রয়েল মডার্ন হাসপাতাল, সেন্ট বার্থোলোমিউ’স হাসপাতাল, কেএইচসিসি এডুকেশন অ্যান্ড ট্রেনিং একাডেমি, হুইপস ক্রস ইউনিভার্সিটি, এবং যুক্তরাষ্ট্রের ইউপিএমসি হিলম্যান ক্যান্সার সেন্টার, ইউনিভার্সিটি অব পিটসবার্গ স্কুল অব মেডিসিন, ও পেনসিলভানিয়া ইউনিভার্সিটি থেকেও বিশেষজ্ঞ ও গবেষকরা অংশ নিচ্ছেন।
কনফারেন্সের নেতৃত্ব দিচ্ছেন অনকোলজি ক্লাব বাংলাদেশ ও ক্যান্সার কংগ্রেসের প্রেসিডেন্ট অধ্যাপক ডা. এম এ হাই এবং সাধারণ সম্পাদক ডা. এ এম এম শরীফুল আলম। দেশের খ্যাতনামা ক্যান্সার বিশেষজ্ঞ, বিজ্ঞানী ও তরুণ গবেষকরা বিভিন্ন সেশনে প্রবন্ধ উপস্থাপন করছেন।
বিজ্ঞাপন
কনফারেন্সে জানানো হয়েছে, বাংলাদেশে প্রতিবছর প্রায় আড়াই লাখ মানুষ নতুন করে ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন বলে সম্মেলনে জানানো হয়। বিশেষজ্ঞদের মতে, খাদ্যে ভেজাল, বায়ু দূষণ ও অনিয়মতান্ত্রিক জীবনযাপন এই রোগের বিস্তারে বড় ভূমিকা রাখছে।
অনুষ্ঠানে অধ্যাপক ডা. এম এ হাই বলেন, বাংলাদেশসহ উন্নয়নশীল বিশ্বে ক্যান্সার রোগীর সংখ্যা উদ্বেগজনকভাবে বাড়ছে। চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন, দক্ষ জনবল তৈরি ও জীবনধারায় পরিবর্তন আনলেই ক্যান্সার মোকাবিলা সম্ভব।
তিনি আরও বলেন, প্রতি জেলায় ক্যান্সার ইউনিট স্থাপনের সরকারি সিদ্ধান্ত সময়োপযোগী পদক্ষেপ। তরুণ চিকিৎসকদেরও ক্যান্সার চিকিৎসায় এগিয়ে আসতে হবে, যাতে দেশের ক্রমবর্ধমান রোগীর মুখে আশার আলো ফোটানো যায়।
টিআই/বিআরইউ