বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ২০২১-২০২২ অর্থবছরের জন্য ৬৪২ কোটি ৮ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। এর আগে ২০২০-২০২১ অর্থবছরে সংশোধিত বাজেটের পরিমাণ ছিল ৪৯০ কোটি ৫৯ লাখ টাকা।

মঙ্গলবার (২৯ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বি ব্লকের ডা. মিল্টন হলে আয়োজিত বাজেট সম্পর্কিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, এ বছর ঘোষিত বাজেট ৬৪২ কোটি ৮ লাখ টাকার মধ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে ২৬০ কোটি টাকা, শিক্ষা মন্ত্রণালয়ের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে প্রাপ্ত ১৩৯ কোটি ৬৭ লাখ টাকা, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় থেকে সাড়ে ৬৭ কোটি টাকাসহ মোট ৪৬৭ কোটি ১৭ লাখ টাকা সংগ্রহ হবে।

এছাড়াও মোট ঘাটতি ১৭৪ কোটি ৯১ লাখ টাকা। যা সংশোধিত বাজেট সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে চাওয়া হবে। এ বছর গবেষণা ও প্রশিক্ষণ খাতে ১৯ কোটি ১৫ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। বাজেটে বেতন-ভাতা খাতে মোট ২০২১-২০২২ অর্থ বছরে ৩৫৪ কোটি ৪৫ লাখ টাকা রাখা হয়েছে।

অনুষ্ঠানে বাজেট বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান। এর আগে বিশ্ববিদ্যালয়ের ৮৩তম সিন্ডিকেট সভায় উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদের সভাপতিত্বে সিন্ডিকেটের সব সদস্যদের সর্বসম্মতিক্রমে এ বাজেট অনুমোদিত হয়।

এ সময় অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। দেশ যখন স্বাধীন হয়েছিল তখন মাথাপিছু আয় ছিল ৯৯ ডলার, বর্তমানে তা বৃদ্ধি পেয়ে দুই হাজার ২২৭ মার্কিন ডলারে উন্নীত হয়েছে। করোনার কারণে সৃষ্ট মহামারি মোকাবিলায়  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বব্যাপী নন্দিত হয়েছেন।

তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়কে সব দিক থেকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে বর্তমান প্রশাসন চিকিৎসা সেবার পাশাপাশি গবেষণাকে গুরুত্ব দিয়ে বিস্তারিত কর্মসূচি ও মাস্টার প্লান গ্রহণ করেছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শারফুদ্দিন আহমেদ বলেন, করোনার প্রাদুর্ভাব হ্রাস পেলেই সাধারণ জরুরি বিভাগ চালু করা হবে।

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপকল্প ২০২১ ও ২০৪১ বাস্তবায়নের লক্ষ্যে শিক্ষা, চিকিৎসা ও গবেষণার ক্ষেত্রে সর্বাধিক গুরুত্ব দিয়ে দেশের চিকিৎসাসেবা আপামর জনসাধারণের মাঝে পৌঁছে দেওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। সেই লক্ষ্য পূরণেই যতটা সম্ভব ২০২১-২০২২ অর্থবছরের বাজেটে গুরুত্ব দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান, পরিচালক (অর্থ ও হিসাব) মো. আবদুস সোবহানসহ বিভিন্ন বিভাগের ডিন ও অফিস প্রধানরা।

টিআই/ওএফ