প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে এখন পর্যন্ত ১৮ হাজার ৩২৫ জনের মৃত্যু হয়েছে। মোট আক্রান্তের সংখ্যাও কম নয়। এখন পর্যন্ত এ সংখ্যা  ১১ লাখ ২৮ হাজার ৮৮৯ জনে উন্নীত হয়েছে। প্রতিদিন হু হু করে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। চিকিৎসকদের মতে, করোনায় আক্রান্ত মুমূর্ষু রোগীদের একমাত্র ভরসা আইসিইউ (নিবিড় পরিচর্যা কেন্দ্র)। কিন্তু সংক্রমণের এ ঊর্ধ্বগতির মধ্যে অন্যতম এ চিকিৎসা উপকরণ পাওয়াই যেন দুষ্কর হয়ে পড়েছে। স্বাস্থ্য অধিদফতর বলছে, রাজধানীতে ডেডিকেটেড ছয়টি হাসপাতালের কোনোটিতে এখন আইসিইউ শয্যা খালি নেই।

মঙ্গলবার (২০ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

সেখানে বলা হয়েছে, রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের ১০ বেড, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের ১৬ বেড, সরকারি কর্মচারী হাসপাতালের ছয় বেড, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ২০ বেড, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের ২৪ বেড এবং শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ১০ বেড এখন করোনা রোগীতে ভর্তি।

এদিকে, ঢাকার করোনা ডেডিকেটেড ১৬ হাসপাতালের মধ্যে সংক্রামক ব্যাধি হাসপাতাল, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতাল এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতালে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা হলেও সেখানে কোনো আইসিইউ বেড নেই।

বাকি হাসপাতালগুলোর মধ্যে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালের ২৬ বেডের মধ্যে তিনটি, রাজারবাগ পুলিশ হাসপাতালের ১৫ বেডের মধ্যে তিনটি, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের আট বেডের মধ্যে দুটি, টিবি হাসপাতালের ১৬ বেডের মধ্যে ১২টি, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের ১০ বেডের মধ্যে তিনটি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ২০ বেডের মধ্যে তিনটি আর ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালের ২১২ বেডের মধ্যে ২২টি আইসিইউ বেড ফাঁকা রয়েছে।

অর্থাৎ রাজধানী ঢাকার ১৬টি হাসপাতালের মধ্যে আইসিইউ নেই এমন তিন হাসপাতালের তথ্য বাদ দিয়ে বাকি ১৩টি হাসপাতালের ৩৯৩টি আইসিইউ বেডের মধ্যে ফাঁকা রয়েছে মাত্র ৪৮টি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২০০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৩২৫ জনে। এ সময় নতুন করে শনাক্ত হয়েছেন ১১ হাজার ৫৭৯ জন। ফলে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১ লাখ ২৮ হাজার ৮৮৯ জনে।

এর আগে, সোমবার সর্বোচ্চ ২৩১ জনের মৃত্যু হয়। রোববার ২২৫ ও শনিবার ২০৪ জন মারা যান। শুক্রবার ১৮৭, বৃহস্পতিবার ২২৬, বুধবার ২১০, মঙ্গলবার ২০৩, সোমবার ২২০ ও রোববার ২৩০ জন মারা যান। গত ৭ জুলাই প্রথমবারের মতো দেশে মৃতের সংখ্যা ২০০ ছাড়ায়। এদিন মৃত্যু হয় ২০১ জনের।

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন নয় হাজার ৯৯৭ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন নয় লাখ ৫১ হাজার ৩৪০ জন।

টিআই/এমএআর/