করোনাভাইরাসে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের সাবেক সহকারী পরিচালক ডা. মো. এমদাদুল হক।

শুক্রবার (২৩ জুলাই) সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।

ডা. এমদাদুল হক রংপুর মেডিকেল কলেজের ৭ম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী। বর্ণাঢ্য কর্মজীবনে তিনি স্বাস্থ্য অধিদফতরের সহকারী পরিচালক হিসেবে কর্মরত অবস্থায় অবসর গ্রহণ করেন।

তিনি বাংলাদেশে মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) যশোরের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) যশোর জেলার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

চিকিৎসকদের সংগঠন প্ল্যাটফর্ম অব মেডিকেল অ্যান্ড ডেন্টাল সোসাইটির কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সভাপতি ডা. ফয়সাল বিন সালেহ ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ডা. মো. এমদাদুল হকের অন্য কোনো শারীরিক সমস্যা ছিল না। তবে তিনি কোভিড-১৯ পজিটিভ ছিলেন। সকালে রাজধানী স্কয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।

উল্লেখ্য, ডা. এমদাদুল হকসহ এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে ২২২ জন চিকিৎসক প্রাণ হারিয়েছেন।

টিআই/এসকেডি