জন্মগ্রহণের পর থেকেই তৃতীয় লিঙ্গের শিশুদের চিকিৎসা সেবার আওতায় আনার নির্দেশ দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

শুরু থেকেই এসব শিশুদের চিকিৎসা দেওয়ার মাধ্যমে একটি সুস্থ, সুন্দর ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের বহির্বিভাগে একটি বিশেষ ক্লিনিক চালুরও নির্দেশ দিয়েছেন উপাচার্য। বুধবার (১১ আগস্ট) শিশু সার্জারি বিভাগের সঙ্গে অনুষ্ঠিত বিভাগীয় মতবিনিময় সভায় উপাচার্য এ নির্দেশনা দেন। 

সভায় শিশু সার্জারি বিভাগের সার্বিক উন্নয়নসহ চিকিৎসা শিক্ষা, চিকিৎসাসেবা ও গবেষণা কার্যক্রম আরও জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। 

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, শিশু সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. একেএম জাহিদ হোসেন প্রমুখ।

কোভিড ফিল্ড হাসপাতালে ১৯০ রোগীর চিকিৎসা
বিএসএমএমইউয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কোভিড ফিল্ড হাসপাতালে এ পর্যন্ত ১৯০ জন রোগী চিকিৎসা নিয়েছেন। বুধবার (১১ আগস্ট) বিকেল ৩টা পর্যন্ত ভর্তি হয়েছেন ৯০ জন রোগী। বর্তমানে ভর্তি আছেন ৬১ জন রোগী। রোববার (৮ আগস্ট) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কোভিড ফিল্ড হাসপাতাল চালু হয়। 

এ দিকে কেবিন ব্লকে করোনা সেন্টারে বুধবার পর্যন্ত ১২ হাজার ১৩৮ জন রোগী চিকিৎসা সেবা নিয়েছেন। ভর্তি হয়েছেন ৬ হাজার ৩২৪ জন। সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৫ হাজার ২৪৮ জন। বর্তমানে করোনা সেন্টারে ভর্তি আছেন ১৮২ জন। আইসিইউতে ভর্তি আছেন ২০ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৯ জন।

এদিকে বিএসএমএমইউয়ের ডক্টরস ডরমেটরিতে মঙ্গলবার (১০ আগস্ট) ১ হাজার ৯৫০ জনসহ মোট ২৬ হাজার ৭৮০ জন প্রথম ডোজের মডার্নার টিকা নিয়েছেন। গত ১৪ জুলাই পর্যন্ত ফাইজারের ৯ হাজার ৫৬৪ জন প্রথম ডোজের টিকা নিয়েছেন। মঙ্গলবার পর্যন্ত অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার ও মডার্নার মোট ৮৪ হাজার ৩৪৪ জন প্রথম ডোজের টিকা নিয়েছেন। 

এ পর্যন্ত দ্বিতীয় ডোজের অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়েছেন ৪৮ হাজার ৪১১ জন। ফাইজারের দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ৭ হাজার ১৮ জন।

বেতার ভবনের পিসিআর ল্যাবে বুধবার পর্যন্ত ১ লাখ ৭৪ হাজার ৯৭২ জনের করোনা পরীক্ষা সম্পন্ন হয়েছে। বেতার ভবনের ফিভার ক্লিনিকে ১ লাখ ১১ হাজার ৩৪১ জন রোগী সেবা নিয়েছেন।

ওএফ