প্রসূতি-দুগ্ধদানকারীদের জন্য আলাদা টিকা কেন্দ্র দাবি
প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে চলমান টিকা কার্যক্রমে যুক্ত হচ্ছেন প্রসূতি ও দুগ্ধদানকারী মায়েরা। তবে সুষ্ঠু ব্যবস্থাপনার স্বার্থে তাদের জন্য আলাদা টিকা কেন্দ্র নির্ধারণের দাবি জানিয়েছে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।
শনিবার (১৪ আগস্ট) দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই দাবির কথা জানান কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লা।
বিজ্ঞাপন
তিনি বলেন, টিকা কর্মসূচিতে নতুনভাবে সংযোজন হচ্ছেন গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়েরা। আমরা বলেছি তাদের জন্য আলাদা একটি আয়োজন ও আলাদা কিছু টিকা কেন্দ্র নির্ধারণ করে দেওয়ার জন্য।
ডা. সহিদুল্লা বলেন, এমনিতেই গর্ভবতী মায়েরা ও বাচ্চাকে দুগ্ধদানকারী মায়েরা অনেক কষ্ট ভোগ করে থাকেন। এখন তাদের টিকা দিতে গিয়ে যদি আরও বেশি বিড়ম্বনা সৃষ্টি হয়, তাহলে কষ্ট হবে। তাই তাদের জন্য আলাদা টিকা কেন্দ্র জরুরি। আশা করছি সরকার বিষয়টি গুরুত্ব দেবে।
বিজ্ঞাপন
এর আগে শুক্রবার (১৩ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সরকারকে গর্ভবতী ও দুগ্ধদানকারী নারীদের টিকা দেওয়া ব্যবস্থা আরও সহজ ও নিরাপদ করার জন্য পরামর্শ দেওয়া হয়। প্রয়োজনে এজন্য টিকাকেন্দ্র নির্দিষ্ট করা যেতে পারে বলেও এতে বলা হয়।
টিআই/জেডএস