বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) জরুরি বিভাগে যত শয্যা আছে, ততো রোগীই সেবা পাবেন বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

সোমবার (১ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লকে সাধারণ জরুরি বিভাগের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

উপাচার্য বলেন, আমরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মতো সেবা দেবো না। ঢাকা মেডিকেল যত রোগী আসে তাদের সবাইকেই ভর্তি নেওয়া হয়। আমরা তা করব না। আমাদের এখানে যত শয্যা আছে, ততো রোগীই সেবা পাবেন। জরুরি বিভাগে ভর্তি রোগীদের প্রয়োজনবোধে ২৪ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট বিভাগে পাঠিয়ে দেওয়া হবে।

শারফুদ্দিন আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয়ের ৫৭টি বিভাগের জরুরি রোগীরা এখানে চিকিৎসা পাবেন। হাসপাতালে আসা সব রোগীকে সেবা দিতে মোট ১০০টি বেড প্রস্তুত আছে।

তিনি আরও বলেন, আমাদের প্রায় দুই হাজার চিকিৎসক, নার্স, টেকনোলজিস্ট, কর্মকর্তা-কর্মচারী রয়েছেন। তারা রোস্টার পদ্ধতিতে রোগীদের সেবা দেবেন। এখানে চোখ-নাক-গলা বা জরুরি রোগীকে তাৎক্ষণিকভাবে অস্ত্রোপচার করার সুযোগ রয়েছে। এছাড়াও আমাদের আলাদা ইনভেস্টিগেশন রুম, জরুরি ল্যাব রয়েছে। একইসঙ্গে জরুরি বিভাগেই সিটিস্ক্যান ও এমআরআইয়ের ব্যবস্থা রয়েছে।

স্ট্রোকের রোগীদের বিশেষ গুরুত্ব দেওয়া হবে জানিয়ে তিনি বলেন, স্ট্রোকের চিকিৎসার জন্য আমরা তিনটি অতিরিক্ত সিটের ব্যবস্থা করেছি। যেনো এসব রোগীকে দ্রুত সেবা দেওয়া যায়। কারণ স্ট্রোকের চার থেকে ছয় ঘণ্টার মধ্যে ওষুধ দিলে রোগী সুস্থ হয়ে যান।

এর আগে বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লকে ফিতা কেটে সাধারণ জরুরি বিভাগের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান, পরিচালক (হাসপাতাল) বিগ্রেডিয়ার জেনারেল ডা. মো. নজরুল ইসলাম খান প্রমুখ।

টিআই/এমএইচএস