বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ

টিকার বুস্টার ডোজ নিয়েও অনেকে করোনার ওমিক্রন ধরনে আক্রান্ত হচ্ছেন বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

রোববার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। উপাচার্য বলেন, করোনার বুস্টার ডোজ নিলে দেহে যথেষ্ট পরিমাণ অ্যান্টিবডি হয়। তবে বুস্টার ডোজ নিলেও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, মাস্ক পরতে হবে।

তিনি বলেন, টিকা নেওয়ার পর কেউ ওমিক্রনে আক্রান্ত হবে না, এমনটি বলা যাবে না। বুস্টার ডোজ নেওয়ার পরও কেউ কেউ ওমিক্রনে আক্রান্ত হয়েছেন।

শারফুদ্দিন আহমেদ বলেন, ওমিক্রনে আক্রান্ত হলে মৃত্যুর হার কম, এখনো সেটি বলার সুযোগ নেই। ওমিক্রনে আক্রান্ত হলে উল্টো শারীরিক নানা জটিলতা দেখা যেতে পারে। কাপড়ের মাস্ক পরা ভালো, সার্জিক্যাল মাস্ক আট ঘণ্টা পর ফেলে দিতে হবে। 

উপাচার্য আরও বলেন, গত ২৪ ঘণ্টায় বিশ্ববিদ্যালয়ে ৩৭৩ জনের নমুনা পরীক্ষায় ১০১ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ২৪ শতাংশ। অনেকেই উপসর্গ ছাড়াও দেশের বাইরে যাওয়ার জন্য নমুনা পরীক্ষা করছেন। আক্রান্তের হার কমাতে না পারলে দেশে বিপর্যয় আসতে পারে বলে সতর্ক করেন তিনি।

তিনি আরও বলেন, কোভিড হাসপাতালে রোগীর সংখ্যা আগের চেয়ে বেড়েছে। দুই সপ্তাহ আগেও বিএসএমএমইউ ফিল্ড হাসপাতালে মাত্র সাতজন রোগী ছিলেন। এখন সেখানে ৪৭ জনসহ মোট ৫৬ রোগী ভর্তি আছেন।

আরএইচ/আরএইচ