দেশে চলছে সরকারের করোনা টিকাদান কর্মসূচি। এ কর্মসূচিতে একজনকে একইসঙ্গে একাধিক ডোজ দেওয়ার মতো নানা ঘটনা ঘটেছে। এসব ভুল এড়াতে টিকা কেন্দ্রগুলোকে সতর্ক করেছে স্বাস্থ্য অধিদফতর।

রোববার রাতে অধিদফতরের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক নির্দেশনায় গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, টিকা প্রয়োগে ভুলের বিষয়ে স্বাস্থ্য অধিদফতর টিকা কেন্দ্রগুলোকে সতর্ক করেছে। শিগগিরই স্বাস্থ্য অধিদফতর এ সংক্রান্ত সুনির্দিষ্ট নির্দেশনা জারি করবে।

সাম্প্রতিক একটি ঘটনার কথা উল্লেখ করে বলা হয়েছে, ২২ জানুয়ারি টেকনাফের হ্নীলা ইউনিয়নের এক মাদরাসাছাত্রীকে ভুলবশত একসঙ্গে দুই ডোজ করোনা টিকা দেওয়া হয়। খবর পাওয়ার পর স্থানীয় স্বাস্থ্য বিভাগ ওই ছাত্রীকে পরীক্ষা-নিরীক্ষা করে। বর্তমানে সে সুস্থ আছে। ভবিষ্যতে যাতে এমন ভুল না হয় সে জন্য প্রতিটি কেন্দ্রকেই সতর্ক করা হয়েছে।

এদিকে ওই ছাত্রীর মা গণমাধ্যমকে বলেন, আমার মেয়ে টিকা নিয়ে আসার পর থেকে কান্নাকাটি করছে। শরীরে প্রচুর জ্বর উঠেছে। কোনো সমস্যা হলে কর্তৃপক্ষকে দায় নিতে হবে।

এ বিষয়ে জানতে চাইলে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক টিটু চন্দ্র শীল জানান, ভুলে দুই ডোজ টিকা দেওয়া হয়েছে। এতে কিছুই হবে না। কোনো সমস্যা হলে হাসপাতাল কর্তৃপক্ষ দেখবে।

টিআই/আরএইচ