ইউক্রেনে বেসামরিক হতাহত নিয়ে উদ্বিগ্ন তালিবান
আফগানিস্তানের ক্ষমতাসীন সশস্ত্র শাসকগোষ্ঠী তালেবান বলেছে, ইউক্রেনে বেসামরিক হতাহতের সম্ভাবনার ব্যাপারে তারা উদ্বিগ্ন। পূর্ব-ইউরোপের এই দেশটিতে চলমান রুশ আগ্রাসনের ব্যাপারে শুক্রবার এক বিবৃতিতে উদ্বেগের কথা জানিয়েছে তালেবান।
বিবৃতিতে তালেবানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইউক্রেন ইস্যুতে নিজেদের পররাষ্ট্রনীতি মেনে নিরপেক্ষ অবস্থানে থাকবে তালেবান।
বিজ্ঞাপন
আফগানিস্তানের ইসলামিক আমিরাত পূর্ব-ইউরোপের উভয় দেশ রাশিয়া এবং ইউক্রেনকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছে। বিবৃতিতে বলেছে, সহিংসতা তীব্র হতে পারে এমন অবস্থান গ্রহণ করা থেকে সব পক্ষকে বিরত থাকতে হবে। আমরা ইউক্রেন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং বেসামরিক হতাহতের সম্ভাবনা নিয়ে উদ্বেগ প্রকাশ করছি।
আফগানিস্তানের নতুন শাসকগোষ্ঠী; বিশ্বের কোনো দেশ এখনও যাদের স্বীকৃতি দেয়নি, তারা ইউক্রেন এবং রাশিয়াকে সংলাপ ও শান্তিপূর্ণ উপায়ে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছে।
বিজ্ঞাপন
বিবৃতিতে উভয় পক্ষকে ইউক্রেনে অবস্থানরত আফগান ছাত্র ও অভিবাসীদের জীবন রক্ষায় মনোযোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। গত আগস্টে পশ্চিমা সৈন্যদের বিদায়ের পর আফগানিস্তানের তৎকালীন সরকারের পতন ঘটে। সেই সময় কয়েকশ’ আফগানকে ইউক্রেনে সরিয়ে নেওয়া হয়।
সূত্র: দ্য গার্ডিয়ান।
এসএস