ইউক্রেনজুড়ে চলছে বোমা বিস্ফোরণ
প্রাণ বাঁচাতে বাঙ্কারে আশ্রয় নিয়েছেন ভারতীয় শিক্ষার্থীরা
ইউক্রেনে হামলা চালিয়েছে রাশিয়া। রীতিমতো যুদ্ধ পরিস্থিতি। এ অবস্থায় দেশটিতে আটকা পড়েছেন কয়েক হাজার ভারতীয়। তারা এখন চরম উদ্বেগে দিন পার করছেন।
ইউক্রেনের ন্যাশনাল প্রিগভ মেমোরিয়াল মেডিকেল কলেজের ছাত্রী নদীয়ার হরিণঘাটার ছাত্রী এশা ভৌমিক জানান, বাঙ্কারে আশ্রয় নিতে হয়েছে, কোনো সুবিধা নেই, অনবরত বোমা হামলা চলছে। আজ সকালেও বোমা হামলা হয়েছে শহরে।
বিজ্ঞাপন
২০১৮ সালের পূর্বস্থলীর চুপি কালীতলা এলাকার বাসিন্দা শেখ আকিব মোহাম্মদ খারকিভ ন্যাশনাল মেডিকেল কলেজে ডাক্তারি পড়তে যান। বর্তমানে রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধের মধ্যে সেখানেই আটকে আছেন তিনি। বৃহস্পতিবার থেকে তাকে রাখা হয়েছে আন্ডারগ্রাউন্ডে। তার সঙ্গে রয়েছেন আরও ৫০০ ভারতীয় ছাত্রছাত্রী। আকিবের চেহারা একটু স্থূল হওয়ার কারণে আন্ডারগ্রাউন্ডের নিচে শ্বাসকষ্ট হচ্ছে তার।
পরিবারকে তিনি জানান, এরই মধ্যে দেশটিতে এটিএম বন্ধ হয়ে গেছে। তার কাছে কিছু শুকনো খাবার। সেটা শেষ হয়ে গেলে চরম বিপদে পড়বেন তিনি।
বিজ্ঞাপন
এদিকে ইউক্রেনে আটকে পড়েছেন বসিরহাটের অর্পণ মণ্ডলও। অর্পণও ইউক্রেনে ডাক্তারি পড়তে গিয়েছিলেন। ২০১৯ সালে দেশটিতে যান তিনি। ডিনাপ্রো পেট্রোভাক্স হোস্টেলে আছেন তিনি।
ডাক্তারি পড়তে গিয়ে ইউক্রেনে আটকে পড়েছেন উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের রামকৃষ্ণ পল্লীর দাস পরিবারের সন্তান পাভেল দাস। তিন বছর আগে পাভেল দাস ডাক্তারি পড়তে পাড়ি দেন ইউক্রেনে। বর্তমানে তিনি ইউক্রেনের টার্নফিল মেডিক্যাল ইউনিভার্সিটি কলেজের তৃতীয় বর্ষের ছাত্র। সব কিছুই ঠিকঠাক চলছিল। মার্চ মাসের ৭ তারিখ বাড়ি ফেরার জন্য টিকিটও করেছিলেন। হঠাৎ ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ লেগে যাওয়ার কারণে আটকে পড়েছেন তিনি। সেখানকার পরিস্থিতির কথা তিনি ভিডিও কলিংয়ের মাধ্যমে সংবাদ মাধ্যমের কর্মীদের জানিয়েছেন। ইউক্রেনের টার্নফিল শহরে প্রায় ২ হাজার ভারতীয় আটকে রয়েছেন বলে দাবি করেছেন তিনি।
এসকেডি