রাশিয়ার হামলায় এ পর্যন্ত ইউক্রেনের ৩৫২ বেসামরিক নিহত হয়েছেন বলে দাবি করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রোববার এক বার্তায় মন্ত্রণালয় এ দাবি করে বলে জানিয়েছে সিএনএন।   

গত বৃহস্পতিবার ইউক্রেনে সেনা অভিযান শুরু করে রাশিয়া। গত চার দিনে এ সংখ্যক বেসামরিক নিহত হয়েছেন বলে দাবি ইউক্রেনের।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হচ্ছে, গত চারদিনে ১৪ শিশু মারা গেছে। এছাড়া, ১১৬ শিশুসহ এক হাজার ৬৮৪ জন আহত হয়েছেন।

ইউক্রেনে রাশিয়ার হামলার জবাবে একাট্টা হয়েছে পশ্চিমা দেশগুলো। ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ ছাড়াও যুক্তরাষ্ট্র রাশিয়ার ওপর বিভিন্ন নিষেধাজ্ঞা দিচ্ছে। 

একের পর এক শহর রুশ সেনাদের নিয়ন্ত্রণে যাচ্ছে। যদিও ইউক্রেনের সৈন্যরা প্রতিহত করার চেষ্টা করছে। সৈন্যদের পাশাপাশি বেসামরিকদেরও অস্ত্র দিচ্ছে দেশটির সরকার।

এদিকে চলমান সংকটের সমাধানে রুশ প্রতিনিধি দলের সঙ্গে শান্তি আলোচনায় বসছেন ইউক্রেনের প্রতিনিধিরা। 

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এক সহযোগী এ তথ্য জানিয়েছেন। আলোচনায় সাড়া দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কিও।

আরএইচ