ইউক্রেনের দুই শহর, পরমাণু বিদ্যুৎ কেন্দ্র দখলের দাবি রাশিয়ার
ছবি: মালয়েশিয়া নাও
ইউক্রেনের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় প্রদেশ জাপোরিজ্জায়ার দুই শহর বারদিয়ানস্ক ও এনারহোডারের দখল নিয়েছে রুশ সেনাবাহিনী। জাপোরিজ্জায়ার পরমাণু বিদ্যুৎ কেন্দ্রটিও বর্তমানে রুশ বাহিনীর নিয়ন্ত্রণে আছে বলে দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের বরাত দিয়ে করা এক প্রতিবেদনে সোমবার রুশ বার্তাসংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, বিদ্যুৎ কেন্দ্রটি দখল করলেও তা ধ্বংস করেনি রুশ বাহিনী। বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ আগের মতোই স্বাভাবিক আছে জাপোরিজ্জায়ায়।
বিজ্ঞাপন
ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় অবশ্য এই তথ্যের সত্যতা অস্বীকার করে বলেছে, বিদ্যুৎ কেন্দ্র এখনও ইউক্রেন সরকারের দখলেই আছে।
এদিকে গতকাল রোববার ইউক্রেনের বন্দরশহর মালিতপোলে প্রবেশ করেছে রুশ বাহিনী এবং এখন পর্যন্ত সেখানে ইউক্রেন বাহিনী ও রুশ বাহিনীর মধ্যে গোলাগুলি অব্যাহত আছে বলে জানিয়েছেন সদ্য রাশিয়ার স্বীকৃতিপ্রাপ্ত দেশ দোনেতস্কের প্রশাসনিক কর্মকর্তা পাবলো কিরিলেঙ্কো। সোমবার টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে এ তথ্য জানিয়েছেন তিনি।
বিজ্ঞাপন
তবে সেখানে রুশ বাহিনীর বর্তমান অবস্থা কিংবা দুই পক্ষের ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কিত কোনো তথ্য ভাষণে দেননি কিরিলেঙ্কো।
দীর্ঘ দুই মাস ইউক্রেন সীমান্তে প্রায় ২ লাখ সেনা মোতায়েন রাখার পর গত ২৪ ফেব্রুয়ারি সকালে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে দেশটির পূর্বাঞ্চলে সেনা অভিযান শুরুর নির্দেশ দেন ভ্লাদিমির পুতিন। তার ভাষণ সম্প্রচারের পরপরই রাজধানী কিয়েভসহ ইউক্রেনের বিভিন্ন শহরে বিস্ফোরণের শব্দ পাওয়া যায় এবং তড়িৎগতিতে ইউক্রেনের বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা চালানোর পাশপাশি চতুর্দিক থেকে দেশটির ভেতরে প্রবেশ করতে শুরু করে রুশ সেনাবাহিনী।
সোমবার এক ফেসবুক পোস্টে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে গত ৫ দিনের অভিযানে এ পর্যন্ত ৫ হাজার ৩০০ রুশ সেনার মৃত্যু হয়েছে। সেনা বাহিনীর হতাহতের বিষয়টি রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারাও স্বীকার করেছেন তবে নিহতের সঠিক সংখ্যা তারা প্রকাশ করেননি।
জাতিসংঘের তথ্য অনুয়ায়ী, উভয় দেশের সেনাবাহিনীর মধ্যকার সংঘাতে গত ২৪ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত ইউক্রেনে ১০২ জন বেসামরিক মানুষের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও ৩০৪ জন।
অবশ্য রোববার থেকে অভিযানের গতি কমিয়ে দিয়েছে রাশিয়া। বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে,ইউক্রেন-বেলারুশ সীমান্তে যুদ্ধবিরতির জন্য সংলাপে বসেছেন রাশিয়া ও ইউক্রেন সরকারের প্রতিনিধিরা।
এসএমডব্লিউ