খারকিভে ফের হামলা রুশ বাহিনীর, নিহত কয়েক ডজন বেসামরিক
ছবি: আলজাজিরা
ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর খারকিভে ফের রকেট হামলা শুরু করেছে রুশ সেনাবাহিনী। হামলায় ইতোমধ্যে কয়েক ডজন মানুষের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও শতাধিক।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আন্তন হেরাশ্চেঙ্কো সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে এক পোস্টে এই তথ্য জানিয়েছেন। পোস্টে হেরাশ্চেঙ্কো বলেন, ‘খারকিভে ব্যাপকভাবে গ্র্যাড রকেট ছুড়ছে রুশ বাহিনী। ইতোমধ্যে তাদের ছোড়া রকেটে কয়েক ডজন মানুষের মৃত্যু হয়েছে, আরও শতাধিক আহত হয়েছেন। হতাহতরা সবাই বেসামরিক।’
বিজ্ঞাপন
এ সম্পর্কে নিশ্চিত হতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছিল কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা, কিন্তু মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা মন্তব্য করতে রাজি হননি।
আয়তন, লোকসংখ্যা ও গুরুত্বের বিচারে ইউক্রেনের রাজধানী কিয়েভের পরই খারকিভের অবস্থান। রাজধানী থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরের এই শহরটিএত শহরটিতে ১ লাখ ৪০ হাজারেরও কিছু বেশি সংখ্যক মানুষ বাস করেন।
বিজ্ঞাপন
গত ২২ ফেব্রুয়ারি স্বাধীন দেশ হিসেবে রুশ স্বীকৃতি পাওয়া ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দুই ভূখণ্ড দোনেতস্ক ও লুহানস্কের সীমান্তের কাছেই অবস্থিত খারকিভ।
শনিবার সন্ধ্যার দিকে শহরটিতে প্রবেশ করেছিল রুশ সেনারা এবং প্রাথমিকভাবে ইউক্রেনের বাহিনীকে হটিয়ে শহরটির নিয়ন্ত্রণ নিয়েছিল।
পরের দিন রোববার সন্ধ্যায় খারকিভের মেয়র ওলেগ সিগুবভ বিবিসিকে জানান, ওই দিন দুপুরের পরই খারকিভ থেকে রুশ সেনাদের তাড়িয়ে দিয়েছে ইউক্রেন বাহিনী। ১০ জন রুশ সেনা ইউক্রেনের বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে বলেও দাবি করেছিলেন তিনি।
তবে তার এই দাবির ২৪ ঘণ্টার মধ্যে ফের খারকিভে হামলা শুরু করল রুশ বাহিনী।
এদিকে, আগের চেয়ে তুলনামূলকভাবে স্থিতিশীল অবস্থায় এসেছে রাজধানী কিয়েভের পরিস্থিতি। শনিবার থেকে যে কারফিউ জারি করা হয়েছিল, সোমবার তা প্রত্যাহার করা হয়েছে। শহরের কয়েকটি সুপারমার্কেটও খুলেছে এইদিন।
তবে বন্দরশহর মেরিতপোলে এখনও রুশ ও ইউক্রেন বাহিনীর মধ্যে সংঘাত চলছে। সোমবার এক প্রতিবেদনে রাশিয়ার বার্তাসংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর খেরসন ইতোমধ্যে রুশ নিয়ন্ত্রণে চলে গেছে এবং সেনারা বর্তমানে খেরসন থেকে পার্শ্ববর্তী শহর মাইকোলেইভের দিকে এগোচ্ছেন।
এসএমডব্লিউ