নিষেধাজ্ঞায় বিচলিত নয় রাশিয়া: পেসকভ
দিমিত্রি পেসকভ
ইউক্রেনে সামরিক অভিযানের জেরে পশ্চিমা দেশগুলোর একের পর এক নিষেধাজ্ঞায় বিচলিত নয় রাশিয়া; এবং ইউক্রেন ইস্যুতে দেশটি যে অবস্থান নিয়েছে, পশ্চিমের দেশগুলোর জারি করা নিষেধাজ্ঞার কারণে তাতে পরিবর্তন আসারও কোনো সম্ভাবনা নেই।
রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন।
বিজ্ঞাপন
মঙ্গলবার ক্রেমলিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পেসকভ বলেন, ‘তারা (পশ্চিমা রাষ্ট্রসমূহ) ভাবছে, নিষেধাজ্ঞায় বিচলিত হয়ে আমরা আমাদের অবস্থান পরিবর্তন করব; কিন্তু রাশিয়া নিষেধাজ্ঞায় বিচলিত হয় এবং ইউক্রেন ইস্যুতে অবস্থান পরিবর্তনের কোনো প্রশ্নই ওঠে না।’
পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোর সদস্যপদের জন্য ইউক্রেনের আবেদনকে কেন্দ্র করে গত বছরের শেষের দিক থেকে তীব্র দ্বন্দ্ব শুরু হয় দুই প্রতিবেশী দেশ রাশিয়া ও ইউক্রেনের মধ্যে।
বিজ্ঞাপন
এই দ্বন্দ্বের জেরেই দীর্ঘ দুই মাস ইউক্রেন সীমান্তে প্রায় ২ লাখ সেনা মোতায়েন রাখার পর গত ২৪ ফেব্রুয়ারি সকালে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে দেশটির পূর্বাঞ্চলে সেনা অভিযান শুরুর নির্দেশ দেন ভ্লাদিমির পুতিন। তার ভাষণ সম্প্রচারের পরপরই রাজধানী কিয়েভসহ ইউক্রেনের বিভিন্ন শহরে বিস্ফোরণের শব্দ পাওয়া যায় এবং তড়িৎগতিতে ইউক্রেনের বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা চালানোর পাশপাশি চতুর্দিক থেকে দেশটির ভেতরে প্রবেশ করতে শুরু করে রুশ সেনাবাহিনী।
ইউক্রেনের বিভিন্ন শহরে রুশ বাহিনীর সঙ্গে সম্মুখ যুদ্ধ হচ্ছে ইউক্রেনের বাহিনীর। তবে গত দুই দিন ধরে সংঘাত তীব্র হয়ে উঠেছে দেশটির পূর্বাঞ্চলীয় শহর খারকিভে। রুশ বাহিনীর রকেট হামলায় ইউক্রেনের দ্বিতীয় গুরুত্বপূর্ণ এই শহরটিতে ইতোমধ্যে শতাধিক বেসামরিক মানুষ নিহত হয়েছেন।
এদিকে, সামরিক অভিযানের শুরু থেকেই রাশিয়ার ওপর একের পর এক অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করতে থাকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, জাপানসহ বিভিন্ন দেশ ও সংগঠন। ইতোমধ্যে ইউরোপের বিভিন্ন দেশে রুশ ব্যাংকগুলোর বাণিজ্যিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। আন্তর্জাতিক মুদ্রা লেনদেন ব্যবস্থা সুইফট থেকেও রাশিয়াকে বাদ দেওয়ার প্রস্তাব উঠেছে।
এসব নিষেধাজ্ঞার জবাবে রাশিয়াও ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিভিন্ন অর্থনৈতিক পদক্ষেপ নিচ্ছে।
দুই দেশের মধ্যকার সংকট সমাধানে বৈঠক শুরু হয়েছে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদলের মধ্যে। ইউক্রেন ও বেলারুশের সীমান্তবর্তী শহর গোমেলে গত সোমবার প্রথম দফা বৈঠক হয়েছে, দ্বিতীয় দফার বৈঠক হবে বুধবার।
সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে পেসকভ বলেন, ‘যেহেতু দুই দেশের মধ্যে এখন মুখোমুখি আলোচনা চলছে, তাই দুই দেশের প্রেসিডেন্টের মধ্যে এখন আলোচনার কোনো সম্ভাবনা নেই।’
সূত্র: রয়টার্স
এসএমডব্লিউ