ইউক্রেনীয়দের সাহায্যে বেতনের অর্থ দিচ্ছেন তাইওয়ানের প্রেসিডেন্ট
রুশ সামরিক অভিযানে 'বিপর্যস্ত' ইউক্রেনে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন। এরই অংশ হিসেবে তিনি তার এক মাসের বেতনের পুরো অর্থ দেওয়ার ঘোষণা দিয়েছেন।
শুধু প্রেসিডেন্টই নন, পূর্ব এশিয়ার দ্বীপরাষ্ট্রটির ভাইস প্রেসিডেন্ট উইলিয়াম লাই এবং প্রিমিয়ার নু সেং-চেনও তাদের প্রত্যেকের এক মাসের বেতনের অর্থ ইউক্রেনের জন্য ডোনেট করার ঘোষণা দিয়েছেন।
বিজ্ঞাপন
এদিকে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভ দখলে আকাশ থেকে ঝাঁপিয়ে পড়ছে রুশ প্যারাট্রুপাররা। যেকোনো মুহূর্তে ইউক্রেনের সৈন্যদের সঙ্গে তাদের সংঘর্ষ বাঁধবে।
অন্যদিকে রুশ আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ে বিদেশি স্বেচ্ছাসেবক পেতে ইউক্রেনীয়দের আহ্বানে সাড়া দিয়েছেন ৭০ জাপানি নাগরিক। আহ্বানে সাড়া দেওয়া ৭০ জন পুরুষের মধ্যে ৫০ জন জাপানের আত্মরক্ষা বাহিনীর সাবেক সদস্য এবং দুই জন ফ্রান্সের বিদেশি বাহিনীর সদস্য বলে জানা গেছে। তবে তাদের ইউক্রেন যাত্রা সম্ভব হবে কি না তা এখনও স্পষ্ট নয়।
বিজ্ঞাপন
এ বিষয়ে কুরোগি নামে ২৯ বছর বয়সী এক জাপানি নাগরিক রয়টার্সকে বলেন, সেখানে (ইউক্রেন) বয়স্ক ব্যক্তি ও নারীদের পিস্তল হাতে যুদ্ধের সম্মুখভাগে অবস্থান করার ছবি দেখে উপলব্ধি হয়েছে, আমার সেখানে যাওয়া উচিত।
তবে ইউক্রেনে সামরিক অভিযানে শেষপর্যন্ত জয়ী হলেও এজন্য দীর্ঘমেয়াদে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে চড়া মূল্য দিতে হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউসে দেওয়া এক ভাষণে বাইডেন বলেন, ‘যুদ্ধক্ষেত্রে হয়তো তিনি জয়ী হবেন, যে উদ্দেশ্যে এই অভিযানের নির্দেশ তিনি দিয়েছেন, তা হয়তো সফল হবে-কিন্তু এজন্য দীর্ঘমেয়াদে চড়া মূল্য দিতে হবে তাকে।’
এছাড়া রাশিয়া-ইউক্রেন ইস্যুতে অস্থির জ্বালানি তেলের বাজারে স্থিতিশীলতা আনতে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক বাজারে ৩ কোটি ব্যারেল পেট্রোলিয়াম দেবে বলেও ঘোষণা দেন বাইডেন।
জেডএস