রাশিয়ার বোমা হামলায় ক্ষতিগ্রস্ত সুমি অঞ্চলের একটি আবাসিক এলাকা

ইউক্রেনে রাশিয়ার বিমান হামলায় ২২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শিশুও রয়েছে। গতকাল মঙ্গলবার রাতে ইউক্রেনের সুমি শহরে চালানো হামলায় প্রাণহানির এই ঘটনা ঘটে।

বুধবার (৯ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, সুমি শহরে চালানো বিমান হামলায় ২২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৩টি শিশু রয়েছে।

সুমির আঞ্চলিক গভর্নর দিমিত্র ঝিভিতস্কি জানিয়েছেন, রাশিয়া রাতভর শহরের উত্তর-পূর্বের একটি আবাসিক এলাকায় বোমা হামলা করেছে। এতে ওই প্রাণহানির ঘটনা ঘটে। আবাসিক এলাকায় বোমা হামলায় প্রাণহানির এ ঘটনাকে তিনি ‘গণহত্যা’ বলে দাবি করেন।

বিবিসি ইউক্রেনিয়ানকে তিনি বলেন, ‘এক সন্ধ্যায় তিনবার বোম্বিং... এটি একটি ভয়ংকর রাত ছিল।’

বিবিসি বলছে, বোমা হামলায় একই বাড়ির ৯ জন নিহত হয়েছেন। এছাড়া ছয়টি বাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এবং আরও ২০টি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

এর আগে রাশিয়ার সামরিক বাহিনীর প্রবল হামলার মুখে থাকা সুমি শহর থেকে বেসামরিক মানুষকে সরে যাওয়ার সুযোগ দিতে গতকাল মানবিক করিডোর খুলে দেওয়া হয়েছিল।

মঙ্গলবার বিকেলে ইউক্রেনের কর্মকর্তারা জানান, তারা সুমি শহর থেকে ৫ হাজার সাধারণ মানুষকে বের করে আনতে সক্ষম হয়েছেন। রুশ সামরিক অভিযান শুরুর পর এটিই ছিল প্রথম কোনো সফল উদ্ধার কার্যক্রম।

টিএম/জেএস