রাশিয়ার ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে গান সরিয়ে নিচ্ছে পিংক ফ্লয়েড
ইউক্রেন ইস্যুতে রাশিয়া ও বেলারুশীয় ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে গান সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জনপ্রিয় ব্যান্ড পিংক ফ্লয়েড। সংগীতশিল্পী ডেভিড গিলমোরও এ বিষয়ে একমত হয়েছেন।
ব্যান্ডের পক্ষ থেকে বলা হয়েছে, তারা ইউক্রেনের সঙ্গে একাত্মতা প্রকাশ করছে। ১৯৮৭ সালের পর থেকে এ পর্যন্ত ব্যান্ডটির প্রকাশিত যত গান দেশ দুটির ডিজিটাল প্ল্যাটফর্মে আপলোড করা হয়েছে সব সরিয়ে নেওয়া হবে।
বিজ্ঞাপন
ডেভিড গিলমোর বলছেন, দেশ দুটির ডিজিটাল প্ল্যাটফর্মে যত একক গান রয়েছে, সব সরিয়ে নেওয়া হবে।
এক টুইটে ব্যান্ডের সদস্যরা লিখেছেন, ইউক্রেনে রাশিয়ার হামলার তীব্র নিন্দা জানাতে বিশ্বের সঙ্গে দাঁড়ানোর অংশ হিসেবে ১৯৮৭ সালের পর ব্যান্ডের প্রকাশিত এবং গিলমোরের সব একক গান রাশিয়া ও বেলারুশের ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নেওয়া হবে।
বিজ্ঞাপন
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। সেই অভিযানের নিন্দা ও ইউক্রেনের প্রতি সমর্থন জানিয়ে রাশিয়ার বিরুদ্ধে একের পর এক অর্থনৈতিক ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র ও ইউরোপ। ইতোমধ্যে অনেক প্রতিষ্ঠান রাশিয়ায় তাদের সেবা বন্ধ করে দিয়েছে।
আরএইচ