যুদ্ধ অবসানে চুক্তির কাছাকাছি ইউক্রেন-রাশিয়া
ইউক্রেনের সাথে একটি সম্ভাব্য শান্তি চুক্তির কিছু অংশ নিয়ে মস্কো-কিয়েভ ঐকমত্যে পৌঁছানোর কাছাকাছি রয়েছে বলে জানিয়েছে রাশিয়া। কিয়েভ নিরপেক্ষতা নিয়ে আলোচনা করতে রাজি হওয়ার পর যুদ্ধরত দুই দেশ ওই চুক্তির কাছাকাছি পৌঁছেছে বলে জানানো হয়েছে। এর ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের বৃহত্তম যুদ্ধ অবসানের আশা তৈরি হয়েছে।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ আরবিসি নিউজকে বলেছেন, নিরাপত্তার নিশ্চয়তাসহ ইউক্রেনের নিরপেক্ষ অবস্থান নিয়ে এখন গুরুত্বের সাথে আলোচনা করা হচ্ছে। তিনি বলেছেন, ‘এখন অত্যন্ত জরুরি এই বিষয়টি নিয়েই আলোচনা করা হচ্ছে। বিষয়টি একেবারে একটি নির্দিষ্ট কাঠামোতে রয়েছে; যা আমার দৃষ্টিতে চুক্তির কাছাকাছি।’
বিজ্ঞাপন
রুশ এই পররাষ্ট্রমন্ত্রী বলেন, ন্যাটোর সম্প্রসারণ ছাড়াই ইউক্রেনের নিরাপত্তার নিশ্চিয়তার পাশাপাশি সম্ভাব্য একটি বিকল্প এবং নিরপেক্ষতার ব্যাপারে ফেব্রুয়ারিতে কথা বলেছিলেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
ইউক্রেন যুদ্ধ অবসানে চুক্তির ব্যাপারে আশার বাণী লাভরভের কাছ থেকে আসার পর ইউরোর মূল্য ০ দশমিক ৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তবে লাভরভ সতর্ক করে দিয়ে বলেছেন, আলোচনা সহজ নয়। কিন্তু ‘সমঝোতায় পৌঁছানোর কিছু আশা’ দেখা যাচ্ছে।
বিজ্ঞাপন
শান্তি আলোচনার বিষয়ে ইউক্রেনও অত্যন্ত সতর্কতার সাথে ইতিবাচক একটি বিবৃতি দিয়েছে। এতে বলা হয়েছে, ‘যুদ্ধ অবসানে আলোচনা করতে ইচ্ছুক ইউক্রেন। কিন্তু আত্মসমর্পণ করবে না অথবা রুশ হুঁশিয়ারি মেনে নেবে না।’
লাভরভ বলেছেন, আলোচনার মূল বিষয়গুলোর মধ্যে রয়েছে— ইউক্রেনের পূর্বাঞ্চলের জনগণের নিরাপত্তা, ইউক্রেনকে অসামরিকায়ন এবং ইউক্রেনে রুশ-ভাষী জনগণের অধিকার।
এর আগে, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ সেনাবাহিনী। পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে ইউক্রেনের যোগদানের জোর আলোচনা ঘিরে কয়েক মাসের উত্তেজনার পর ওই অভিযান শুরুর নির্দেশ দেন পুতিন।
ইউরোপের পূর্বাঞ্চলে ন্যাটোর সম্প্রসারণ রাশিয়ার জন্য নিরাপত্তা ঝুঁকি বলে মনে করেন প্রেসিডেন্ট পুতিন। তিনি বলেছেন, ২০১৪ সালে রাশিয়া ক্রিমিয়া দখলে নেওয়ার পর থেকে ইউক্রেনে রুশ-ভাষী জনগণ ‘জাতীয়তাবাদী এবং নব্য-নাৎসিদের’ গণহত্যার শিকার হয়ে আসছে। যে কারণে ইউক্রেনে সামরিক অভিযানের বিকল্প ছিল না। তবে ইউক্রেন এবং পশ্চিমারা বলছে, রাশিয়ার গণহত্যার এই দাবি ভিত্তিহীন।
সূত্র:রয়টার্স।
এসএস