তৈরি হয়েছে নিম্নচাপ, পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে
ভারতের পশ্চিমবঙ্গের আলিপুর আবহাওয়া দফতর দক্ষিণ বঙ্গোপসাগর এবং আন্দামান উপকূলে একটি ঘূর্ণিঝড় আছড়ে পড়ার আশঙ্কা করছে। এই ঘূর্ণিঝড় সোমবার নাগাদ উপকূলে তাণ্ডব চালাতে পারে বলে আশঙ্কা তাদের।
তারা বলছে, মূলত দক্ষিণ বঙ্গোপসাগর এবং আন্দামান উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়টি।
ভারত মহাসাগর এবং সংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ তৈরি হয়েছে। এদিকে এই ঘূর্ণিঝড়ের গতিপথ সম্পর্কে বলা হচ্ছে- মঙ্গলবার রাতেই গভীর নিম্নচাপ তৈরি হয়েছে। বুধবার সকাল সাড়ে ৮টা নাগাদ নিম্নচাপটি দক্ষিণ বঙ্গোপসাগরে ছিল। এরপর সেটা অগ্রসর হচ্ছে পূর্ব এবং উত্তর-পূর্ব দিকে। ১৯ মার্চ সকালে বঙ্গোপসাগর এবং আন্দামান উপকূলের সংলগ্ন অঞ্চলে আরও গভীর নিম্নচাপে পরিণত হবে। ২০ মার্চেই সাইক্লোনের আকার ধারণ করবে নিম্নচাপটি। যা ২১ মার্চ উপকূলে আছড়ে পড়বে। ঘণ্টায় সর্বোচ্চ ১৫০ কিলোমিটার পর্যন্ত হতে পারে সিত্রাংয়ের গতিবেগ।
এনএফ
বিজ্ঞাপন