ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের কর্মকর্তারা যদি ইসরায়েলের গুপ্তচরবৃত্তির তৎপরতা বন্ধে কার্যকর ব্যবস্থা না নেন তাহলে মোসাদের ঘাঁটিতে আবার হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। 

আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রামেজান শরীফ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যেসব ঘাঁটি থেকে ইরানের নিরাপত্তা ব্যবস্থার ওপর হামলা চালানো হয় সেসব ঘাঁটি ধ্বংস করা আমাদের স্বাভাবিক অধিকার এবং এটা ইরানের জন্য রেড লাইন। 

তিনি আরও বলেন, যদি ইরাকি কর্মকর্তারা ইহুদিবাদীদের ঘাঁটি সরিয়ে নেওয়ার ব্যাপারে ভূমিকা রাখেন এবং আমাদের নিরাপত্তা যদি হুমকির মুখে পড়ে তাহলে আমরা সেগুলোর ওপর হামলা চালাতে মোটেই দ্বিধা করবো না।  

ইয়েমেনের আরবি ভাষার টেলিভিশন চ্যানেল আল-মাসিরাকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।

কয়েকদিন আগে সিরিয়ায় ইসরায়েলের হামলায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর দুই কর্মকর্তা নিহত হয়েছিলেন। এরপর গত শনিবার রাতে ইরাকের উত্তরাঞ্চলীয় শহর আরবিলে অন্তত এক ডজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা আইআরজিসি। 

এই হামলার দায় স্বীকার করে দেওয়া বিবৃতিতে আইআরজিসি দাবি করে ইরাকে ইসরায়েলি ‘কৌশলগত কেন্দ্র’ লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। 

আইআরজিসি যেখানে এই হামলা চালিয়েছে সেখানে যুক্তরাষ্ট্রের একটি কনস্যুলেট রয়েছে বলেও দাবি করা হয় কুর্দি নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে। 

কুর্দিস্তান অঞ্চলসহ ইরাক থেকে ধীরে ধীরে সৈন্য সংখ্যা কমিয়ে ফেলছে মার্কিন যুক্তরাষ্ট্র। সেখানে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়াইয়ে সামরিক জোটের নেতৃত্ব দিয়েছে মার্কিন সৈন্যরা।

এনএফ