‘ইমরান এখন ইতিহাস’, সাবেক স্ত্রীর খোঁচা
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিদায় ঘণ্টা বেজে গেছে। আগামী রোববার দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলিতে অনাস্থা ভোটের পর আর প্রধানমন্ত্রী থাকছেন না তিনি।
এই পরিস্থিতিতে সামাজিক যোগাযোগামাধ্যম টুইটারে ইমরানকে কটাক্ষ করলেন তার সাবেক স্ত্রী রেহাম খান। শুক্রবার এক টুইটবার্তায় রেহাম বলেন, ‘ইমরান এখন ইতিহাস!! আমি মনে করি নয়া পাকিস্তানের নামে যেসব আবর্জনা তিনি ফেলে যাচ্ছেন, সেসব পরিষ্কার করতে এখন আমাদের সবার ঐক্যবদ্ধ হওয়া উচিত।’
বিজ্ঞাপন
— Reham Khan (@RehamKhan1) April 1, 2022
বৃহস্পতিবার ন্যাশনাল অ্যাসেম্বলির অধিবেশনে আগামী ০৩ এপ্রিলের অনাস্থা ভোটের পক্ষে-বিপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন অ্যাসেম্বলির সদস্য আইনপ্রণেতারা। এই দিন জাতির উদ্দেশে টেলিভিশনে ভাষণ দেন ইমরান খান।
ইমরানকে সমালোচনা করে ভাষণের সময় থেকেই টুইট করা শুরু করেন তার সাবেক স্ত্রী।
বিজ্ঞাপন
ভাষণের শুরুতে ইমরান বলেন, পাকিস্তান রাষ্ট্রের সঙ্গে তার বয়সের পার্থক্য মাত্র ৫ বছর এবং তিনি হচ্ছেন পাকিস্তানের প্রথম প্রজন্মের প্রতিনিধি, যারা জন্ম নিয়েছেন এবং বেড়ে উঠেছেন একটি স্বাধীন রাষ্ট্রে।
ভাষণে পাকিস্তানের হারানো অতীত গৌরব নিয়েও কথা বলেন ইমরান খান। বলেন, ‘আমার ছোটবেলায় পাকিস্তানের অন্য চেহারা দেখেছি। যে স্কুলে আমি পড়তাম, সেখানে আমার সহপাঠী ছিলেন মালয়েশিয়ার রাজকন্যা। পাকিস্তান কীভাবে উন্নতি করছে, তা দেখতে ও জানতে দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা প্রায়ই এদেশে আসতেন। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে শিক্ষার্থীরা পড়তে আসতেন পাকিস্তানের বিশ্ববিদ্যালয়গুলোতে।’
ভাষণে যখন এসব কথা বলছিলেন ইমরান খান, সে সময় এক টুইটবার্তায় রেহাম খান বলেন, ‘হ্যাঁ; আপনি যখন প্রধানমন্ত্রী ছিলেন না, তখন পাকিস্তান মহান ছিল।’
— Reham Khan (@RehamKhan1) March 31, 2022
তারপর বক্তব্যের এক পর্যায়ে পদত্যাগ না করার ব্যাপারে নিজের অনমনীয় মনোভাবের জানান দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘কয়েকজন আমাকে পদত্যাগ করার পরামর্শ দিয়েছেন, কিন্তু আমি কেন পদত্যাগ করব? টানা ২০ বছর আমি ক্রিকেট খেলেছি এবং সবসময়ই শেষ বল পর্যন্ত মাঠে থেকেছি। আমার জীবনে কোনোদিন আমি হাল ছাড়িনি।’
তার এ বক্তব্যের পরই রেহামের টুইট, ‘বুদ্ধি ছাড়া এই লোকটার সবই আছে।’
ইমরানের দ্বিতীয় স্ত্রী ছিলেন পাকিস্তান বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক রেহাম। পেশায় সাংবাদিক রেহামকে ২০১৪ সালে বিয়ে করেছিলেন ইমরান খান। এক বছরের মাথায় পারস্পরিক সম্মতিতে তাদের বিচ্ছেদ হয়।
সূত্র: এশিয়ান নিউজ নেটওয়ার্ক
এসএমডব্লিউ