ইউক্রেনের পক্ষ থেকে হামলা চালানো হলে, রাশিয়া কিয়েভে আরও মিসাইল নিক্ষেপের মাধ্যমে জবাব দেবে। মস্কো এমন হুঁশিয়ারি দিয়েছে বলে জানিয়েছে বিবিসি।  

মস্কোর পক্ষ থেকে ইউক্রেনের উদ্দেশে বলা হচ্ছে, তাদের বসতিকে লক্ষ্য করা হয়, তবে হামলার মাত্রা ও সংখ্যা বাড়িয়ে দেওয়া হবে।  

কিয়েভের কাছেই একটি সামরিক কারখানায় মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া। রাশিয়ান একটি গ্রামে ইউক্রেনের হেলিকপ্টার হামলার জবাবে এ হামলা চালানো হয়েছে বলে দাবি করা হচ্ছে। 

মস্কোর পক্ষ থেকে ঠিক এমন সময় হুঁশিয়ারিটি এলো। যদিও ইউক্রেন এ হেলিকপ্টার হামলার দায় অস্বীকার করছে।  

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনাশেঙ্কভ জানিয়েছেন, রাতে দুরপাল্লার ক্যালিব্রি মিসাইল কিয়েভের কাছাকাছি একটি সামরিক কারখানায় আঘাত হেনেছে। 

ভাইজার নামে ইউক্রেনের ওই সামরিক কারখানাকে উদ্দেশ্য করে হামলাটি চালানো হয়। কারখানাটিতে অ্যান্টি এয়ারক্র্যাফট ও অ্যান্টিশিপ মিসাইল সিস্টেম উৎপাদন ও মেরামত করা হচ্ছিল। 

কোনাশেঙ্কভ বলেন, রাশিয়ান ভূমিতে ইউক্রেন হামলা চালালে কিয়েভে আরও মিসাইল হামলা চালানো হবে। 

এদিকে, কৃষ্ণসাগরে রাশিয়া তাদের একটি শক্তিশালী যুদ্ধজাহাজ হারিয়েছে। কৃষ্ণসাগরে ডুবে যাওয়া জাহাজটির নাম মস্কভা। এটিটি ডুবে যাওয়ার পেছনে দায় স্বীকার করেছে ইউক্রেন। পূর্ব ইউরোপের এই দেশটির দাবি, তাদের সামরিক বাহিনী কৃষ্ণসাগরে রাশিয়ার নৌবহরের এ ফ্ল্যাগশিপে মিসাইল হামলা চালিয়েছে।

জাহাজটি হারানোর পর থেকে কিয়েভে রুশ হামলার পরিমাণ বেড়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

আরএইচ