গত ৩০ এপ্রিল বছরের প্রথম সূর্যগ্রহণ হয়। এবার চন্দ্রগ্রহণের পালা। আগামী ১৬ মে হতে চলেছে এ বছরের প্রথম চন্দ্রগ্রহণ। এটি হবে পূর্ণগ্রাস গ্রহণ। এ বছর মোট দুটি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হবে। দ্বিতীয়টি হবে ৮ নভেম্বর। 

বছরের প্রথম চন্দ্রগ্রহণের সময়

বাংলাদেশের সময় অনুসারে সকাল ৯টা ২৯ মিনিট থেকে ১০টা ৫৩ মিনিট পর্যন্ত গ্রহণ চলবে। দিনে গ্রহণ হওয়ায় ভারত-বাংলাদেশ থেকে তা দেখতে পাওয়ার সম্ভাবনা নেই। 

কোথা থেকে দেখা যাবে চন্দ্রগ্রহণ?

বছরের প্রথম চন্দ্রগ্রহণ দেখা যাবে দক্ষিণ-পশ্চিম ইউরোপ, আফ্রিকা, উত্তর আমেরিকার বেশিরভাগ অংশ, দক্ষিণ আমেরিকা, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক ও অ্যান্টার্কটিকাসহ বেশ কয়েকটি অঞ্চল থেকে। 

পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ কী?

সূর্যের চারপাশে ঘুরতে ঘুরতে পৃথিবী যখন সূর্য ও চাঁদের মাঝখানে এমনভাবে চলে আসে, যাতে সূর্যের আলো একদমই চাঁদের ওপর গিয়ে পড়তে পারে না। এর ফলে পৃথিবীর ছায়ায় চাঁদ ঢাকা পড়ে যায়। এটিই চন্দ্রগ্রহণ নামে পরিচিত। 

আরএইচ