ভারতের টিকা ফেরত পাঠাচ্ছে দক্ষিণ আফ্রিকা
সেরাম ইনস্টিটিউটের তৈরি টিকাটির নাম ‘কোভিশিল্ড’
সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার তৈরি দশ লাখ ডোজ কোভিড-১৯ টিকা ভারতকে ফেরত দিচ্ছে দক্ষিণ আফ্রিকা। চলতি ফেব্রুয়ারি মাসের শুরুতে প্রথম চালানে সেরামের তৈরি এসব টিকা দেশটিতে পৌঁছায়। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় ইংরেজি দৈনিক ইকোনোমিক টাইমস।
ভারতীয় ওই দৈনিক লিখেছে, এক সপ্তাহ আগে দেশের করোনা টিকাদান কর্মসূচি থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা টিকা বাদ দেওয়ার ঘোষণা দিয়েছিল দক্ষিণ আফ্রিকা। তাই তারা এসব টিকা ফেরত দিতে চাচ্ছে।
বিজ্ঞাপন
এনডিটিভির এক অনলাইন প্রতিবেদনে এ খবর জানিয়ে লেখা হয়েছে, গত সপ্তাহে প্রথম চালানে সেরামের তৈরি করোনা টিকার দশ লাখ ডোজ দক্ষিণ আফ্রিকায় পৌঁছায়। আগামী সপ্তাহে আরও পাঁচ লাখ পাঠানোর কথা ছিল।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সও এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। ইকোনোমিক টাইমসের মাধ্যমে সংবাদ সংস্থাটি এমন খবর জানার পর সেরাম কর্তৃপক্ষের সঙ্গে যোগযোগ করলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
বিজ্ঞাপন
দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, সরকার সম্ভবত অ্যাস্ট্রাজেনেকার তৈরি টিকাগুলো বিক্রি করবে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের টিকা নিয়ে একটি ক্লিনিক্যাল ট্রায়াল চালায় দক্ষিণ আফ্রিকা। তাতে টিকাটি করোনার নতুন ধরনে তেমন কার্যকর বলে প্রমাণিত না হওয়ার পরই এই টিকা ব্যবহার না করার সিদ্ধান্ত নেয় দেশটি।
উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকায় এখনো টিকা দেওয়া শুরু হয়নি। প্রস্তুতি চলছে। দেশটি অক্সফোর্ডের টিকা ব্যবহার না করার সিদ্ধান্ত নেওয়ার পর জনসন অ্যান্ড জনসনের টিকা দিয়ে টিকাদান কর্মসূচি শুরুর সিদ্ধান্ত নিয়েছে।
অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত টিকা ভারতে তৈরি করছে বিশ্বের অন্যতম বৃহৎ টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউট। তাদের তৈরি টিকাটির নাম ‘কোভিশিল্ড’। এই টিকা পেয়েছিল দক্ষিণ আফ্রিকা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনার দ্বিতীয় টিকা হিসেবে অক্সফোর্ডের টিকার জরুরি অনুমোদন দেওয়ার দিনই দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে একই টিকা ফেরত পাঠানোর খবর প্রকাশিত হলো ইকোনোমিক টাইমসে।
এএস