যুক্তরাষ্ট্র তথা বিশ্বের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডা. অ্যান্থনি ফাউসি

বিজ্ঞানে মৌলিক অবদান রাখার জন্য ইসরায়েলের সম্মানজনক ড্যান ডেভিড পুরস্কারে ভূষিত হয়েছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডা. অ্যান্থনি ফাউসি। মঙ্গলবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে ইসরায়েলের ড্যান ডেভিড পুরস্কার প্রদান কমিটি।

বিবৃতিতে কমিটি বলেছে, করোনা মহামারির সময় স্বাস্থ্যবিধি সম্পর্কিত নির্দেশনা, টিকা প্রস্তুতে ভূমিকা রাখা, এইচআইভি ভাইরাস বিষয়ক গবেষণা ও চিকিৎসা এবং গণস্বাস্থ্য বিষয়ক ক্ষেত্রে মৌলিক অবদান রাখার জন্য তাকে এ পুরস্কার দেওয়া হয়েছে।

এ বিষয়ে বিবৃতিতে বলা হয়, ‘মহামারি দেখা দেওয়ার পর পুরো বিশ্ব যখন আতঙ্কে দিশাহারা অবস্থায় ছিল, তখন ডা. অ্যান্থনি ফাউসি অক্লান্তভাবে যুক্তরাষ্ট্রসহ বিশ্ববাসীকে এই মহামারি নিয়ন্ত্রণে কি কি স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে- সে বিষয়ক নির্দেশনা দিয়ে গেছেন। পাশাপাশি ক্ষমতার কেন্দ্রের কাছে অবস্থান করে সত্য বলার সাহস তিনি রাখেন, সেই দৃষ্টান্তও তিনি তৈরি করেছেন।’

৮০ বছর বয়স্ক ডা. ফাউসি ১৯৮৪ সাল থেকে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্সটিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজের পরিচালকের দায়িত্বে রয়েছেন। এ পর্যন্ত দেশটির সাতজন প্রেসিডেন্টের পরামর্শক হিসেবে কাজ করার অভিজ্ঞতা আছে তার।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের আমলে আফ্রিকার এইডস রোগীদের সহায়তায় যুক্তরাষ্ট্রের গৃহীত প্রকল্পের প্রধান উদ্যোক্তা ছিলেন ডা. ফাউসি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের মেয়াদে করোনা মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সরকারি টাস্কফোর্সের শীর্ষ ব্যক্তি হিসেবেও কাজ করছেন তিনি।

ধনাঢ্য ইহুদি ব্যবসায়ী ড্যান ডেভিডের নামে গত ২০০০ সাল থেকে ড্যান ডেভিড পুরস্কার প্রদান করে আসছে ইসরায়েল সরকার। পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিদের ১০ লাখ ডলার দেওয়া হয়। প্রতিবছর বিজ্ঞানসহ একাধিক শাখায় মৌলিক অবদান রাখা ব্যক্তিদের এই পুরস্কার দিয়ে আসছে ইসরায়েল সরকার।

সূত্র: বিবিসি

এসএমডব্লিউ