বাংলাদেশ-নেপালের সঙ্গে যুক্ত নদী ভারতের উন্নতির চাবিকাঠি: নির্মলা
ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন
ভারতকে নিজের প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে বাংলাদেশ ও নেপালের সঙ্গে ঐতিহাসিক নদী ব্যবস্থার সম্ভাবনাকে কাজে লাগাতে হবে বলে মন্তব্য করেছেন ভারতীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। রোববার (২৯ মে) দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের গুয়াহাটিতে নদী ৩ এশিয়ান কনফ্লুয়েন্স রিভার কনক্লেভ ২০২২-এ তিনি একথা বলেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
গুয়াহাটির এই সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, ভারতের মূল ভূখণ্ডের সাথে দেশটির উত্তর-পূর্বাঞ্চলের সংযোগ বাড়াতে অপার সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বাংলাদেশের চট্টগ্রাম বন্দর।
বিজ্ঞাপন
নির্মলা সীতারমন বলেন, শুধুমাত্র ভারত ও নেপালের মধ্যেই প্রায় ৬ হাজার নদীপ্রণালী রয়েছে যেগুলো কার্যত উভয় দেশকে সংযুক্ত করেছে। এসব নদীর মাধ্যমে সমগ্র অববাহিকায় বিপুল পানি আসা-যাওয়া করে।’
তিনি আরও বলেন, ‘একইভাবে ভারত ও বাংলাদেশের মধ্যে ৫০টি অভিন্ন নদী রয়েছে। অত্যন্ত সুন্দরভাবে একে-অপরের সঙ্গে যুক্ত এসব নদী অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এসব কারণে ভালো অবকাঠামোর জন্য আমাদেরকে জলপথে দিকে নজর দিতে হবে।’
বিজ্ঞাপন
সীতারমন বলেন, নরেন্দ্র মোদির সরকার ক্ষমতায় না আসা পর্যন্ত ভারতের অভ্যন্তরীণ জলপথগুলো যথাযথ মনোযোগের অভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তার দাবি, ‘উত্তর-পূর্ব ভারতকে সমগ্র দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর প্রবেশদ্বার হিসেবে গড়ে তোলার মতোই ভারত সরকার আমাদের প্রতিবেশী প্রথম নীতিতে (নেইবারহুড পলিসি ফার্স্ট) সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ।’
তিনি বলেন, শুধু উত্তর-পূর্বেই নয়, নদীর মাধ্যমে সমগ্র দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর সাথে সংযোগ স্থাপন করা যেতে পারে এবং সভ্যতা ও নদী সভ্যতার পরিপ্রেক্ষিতে সাংস্কৃতিকভাবে উন্নয়ন করা যেতে পারে।
ভারতীয় অর্থমন্ত্রী আরও বলেন, ‘আমাদের মধ্যে অনেক বিষয়ে মিল রয়েছে এবং মানুষের সাথে মানুষের যোগাযোগ গড়ে তুলতে আমাদের এটির সুবিধাও নিতে হবে।’
টাইমস অব ইন্ডিয়া বলছে, উত্তর-পূর্ব ভারত এবং এর প্রতিবেশী দেশগুলোর সাথে সংযোগ বাড়ানোর জন্য কেন্দ্রের প্রকল্পগুলোর ওপর জোর দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তিনি বলেন, সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে উত্তর-পূর্ব ভারতে ১ লাখ ৩৪ হাজার ২০০ কোটি রুপির রেল, সড়ক ও বিমান সংযোগ প্রকল্প বাস্তবায়ন করছে কেন্দ্রীয় সরকার।
এছাড়া ২ হাজার ২০০ কোটিরও বেশি রুপি ব্যয়ে উত্তর-পূর্ব ভারতে চলমান ১৫টি বিমান সংযোগ প্রকল্পের প্রতি দৃষ্টি আকর্ষণ করে ভারতীয় অর্থমন্ত্রী বলেন, ‘কেন্দ্রীয় সরকার এই অঞ্চলে মোট ৫৮ হাজার কোটি রুপি ব্যয়ে ৪ হাজার কিলোমিটার রাস্তার প্রকল্পও পরিচালনা করছে।’
এসময় ব্রহ্মপুত্র নদের ওপর জাতীয় নৌপথ ২ এবং বরাক নদীর ওপর জাতীয় নৌপথ ১৬ এর উন্নয়ন অগ্রাধিকার তালিকায় রয়েছে বলেও জানান তিনি।
টিএম