কুকুরের প্রভুভক্তি, খাবার নিয়ে ২ কিলোমিটার পাড়ি
কুকুর স্বভাবসুলভ প্রভুভক্ত। এ কথা কারো অজানা থাকার কথা নয়। কুকুরের প্রভুভক্তির অসংখ্য উদাহরণ রয়েছে। মালিক না থাকলে বাড়ি পাহারা দেওয়া, অচেনা কাউকে দেখলেই ঝাঁপিয়ে পড়া কিংবা বাড়ির প্রিয় কেউ অসুস্থ হলে ছোটাছুটি করা— কুকুরের এমন আচরণের কথা প্রায়ই শোনা যায়। এবার খাবার পৌঁছে দিতে প্রতিদিন দুই কিলোমিটার পাড়ি দিতে দেখা গেল এক কুকুরকে।
খাবার গলায় করে রোজ দুপুরে অফিসে পৌঁছে দিচ্ছে কুকুরটি। চোখে মুখে কোনো বিরক্তি নেই, আছে উৎসাহ। যেন কাজটা পেয়ে খুশি। হেলেদুলে রোজ একইভাবে পৌঁছে যায় কুকুরটি। শুধু তাই নয়, রাস্তার ওপর দিয়ে যাওয়ার সময় সদা সতর্ক। গাড়ি দেখলেই নেমে যায় রাস্তার এক পাশে। কুকুরটির নাম শেরু।
বিজ্ঞাপন
শুনতে অবাক লাগলেও এমনই এক ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে নেট মাধ্যমে। ভিডিওটি দেখার পর নেটিজেনদের মধ্যে খুশির হাওয়া বইছে। ওই কুকুরটির প্রেমে পড়ে যাচ্ছেন নেটিজেনরা।
কেউ কেউ লিখছেন, ‘এত সুন্দর দৃশ্য মন ভালো করে দেওয়ার জন্য যথেষ্ট।’ সত্যিই কয়েক সেকেন্ডের এই ভিডিও মানুষের মন জয় করে নিয়েছে। শুধু তাই নয়, যেমন প্রভু ভক্তের পাঠ শিখিয়েছে এই জার্মান শেফার্ড, তেমনই রাস্তায় বের হলে কীভাবে নিজেকে নিরাপদ রেখে চলা যায় তাও বুঝিয়েছে।
বিজ্ঞাপন
অনেকেই এই কুকুরের প্রভুভক্তি দেখে বলেছেন, ‘আমার কান্না পাচ্ছে।’ কেউ কেউ আবার কুকুরের রাস্তায় নিরাপত্তার বিষয়টিও তুলে ধরেছেন। কেউ কেউ বলেছেন ওর দায়বদ্ধতার কথা। এভাবেই নেট মাধ্যমে চলছে কুকুরটিকে নিয়ে প্রাণ খোলা আলোচনা।
এসএসএইচ