ছবি: এনডিটিভি

করোনা মহামারিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসমর্থন রেকর্ড পর্যায়ে বেড়েছে। সাম্প্রতিক এক জরিপের ফলাফল বলছে, বর্তমানে ৬৭ শতাংশ ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদিকে সমর্থন করেন।

লোকালসার্কেলস নামের একটি ভারতীয় জরিপ সংস্থা পরিচালিত এ জরিপে অংশ নিয়েছেন ৬৪ হাজার ভারতীয়। এক প্রতিবেদনে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ২০২০ সালে যখন করোনা মহামারি শুরু হয়, সেসময় দেশের প্রধানমন্ত্রী হিসেবে মোদিকে সমর্থন করতেন ৬২ শতাংশ ভারতীয়।

২০২১ সালে ভারতে যখন করোনার সর্বনাশা দ্বিতীয় ঢেউ শুরু হয়, সে সময় অবশ্য খানিকটা ধস নেমেছিল মোদির জনপ্রিয়তায়। দ্বিতীয় ঢেউ চলাকালে পরিচালিত এক জরিপে দেখা গিয়েছিল, নরেন্দ্র মোদির জনপ্রিয়তা নেমে গেছে ৫১ শতাংশে।

সেই হিসেবে মহামারির ২ বছর অতিক্রান্ত হওয়ার পর রীতিমতো উল্লম্ফণ ঘটেছে নরেন্দ্র মোদির জনপ্রিয়তায়।  

জরিপে অংশ নেওয়া অধিকাংশ ব্যাক্তিই জানিয়েছেন, ভারতে করোনা মহামারি নিয়ন্ত্রণে বর্তমান সরকার সফল, তবে মহামারির প্রভাবে ভারতে বাড়তে থাকা বেকার সমস্যা নিয়ে উদ্বেগ জানিয়েছেন ৪৭ শতাংশ অংশগ্রহণকারী।

সরকারি তথ্য অনুযায়ী, মহামারির প্রভাবে গত দুই বছরে ভারতে বেকারত্ব বেড়েছে ৭ শতাংশ।

এছাড়া ভারতে বর্তমানে মূল্যস্ফীতি আট বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাড়তি দাম নিয়ে সরকারের সমালোচনা করছে বিরোধীরা।

এ পরিস্থিতিতে লোকাল সার্কেলসের জরিপে অংশ নেওয়া ৭৩ শতাংশ ভারতীয় বলেছেন, মহামারির কারণে নয়, বরং গত তিন বছর ধরেই মূল্যস্ফীতি শুরু হয়েছে ভারতে। তাদের বক্তব্য, ২০১৯ সাল থেকেই দেশটিতে বাড়ছে জ্বালানি, গম, চিনিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম।  

ভারতের রাজনীতি বিশ্লেষকদের মতে, ২০২৪ সালের জাতীয় নির্বাচনে তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রীর পদে লড়বেন নরেন্দ্র মোদি। তার আগে জনগণের এমন মনোভাব তার সামনে চ্যালেঞ্জ তৈরি করতে পারে।

লোকালসার্কেলসের জরিপে আরও দেখা গেছে, ৫০ শতাংশের বেশি মানুষ মনে করছেন—ভারতে ব্যবসা করার সুযোগ আগের চেয়ে সহজ হয়েছে। ৭৩ শতাংশ ভারতীয় নিজের ও পরিবারের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী।

অন্যদিকে ৪৪ শতাংশ ভারতীয় মনে করছেন, দূষণ ঠেকাতে ও বাতাসের মান উন্নয়নে মোদি সরকার কার্যকর পদক্ষেপ নিতে সফল হয়নি।

দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির প্রশ্নে ক্ষমতাসীন বিজেপি সরকার সফল বলে মনে করেন অধিকাংশ ভারতীয়। জরিপে অংশ নেওয়া ৬০ শতাংশ ভারতীয় লোকালসার্কেলসকে জানিয়েছেন, ভারতে সাম্প্রদায়িক সম্প্রীতি বৃদ্ধিতে মোদি সরকার সফল।

অবশ্য ৩৩ শতাংশ ভারতীয় এ বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তার নেতৃত্বাধীন সরকারকে সফল বলে মনে করেন না।

এসএমডব্লিউ