রাশিয়ায় অবস্থিত যুক্তরাষ্ট্রের শেষ দুটি কনস্যুলেট বন্ধের পরিকল্পনার কথা ট্রাম্প প্রশাসন দেশটির আইনপ্রণেতাদেরকে জানিয়েছে। রোববারের প্রতিবেদনে এ খবর দিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। 
 
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় গত ১০ ডিসেম্বর লিখিত এক প্রজ্ঞাপনে কংগ্রেসকে জানিয়েছে যে, রাশিয়ার ভ্লাদিভস্তক ও ইয়েকাটেরিনবার্গ শহরে অবস্থিত দুটি মার্কিন কনস্যুলেটের কার্যক্রম বাতিল করতে চাচ্ছে তারা। 

কনস্যুলেট দুটি বন্ধ হলে রাশিয়ায় যুক্তরাষ্ট্রের শুধু একটি কূটনৈতিক অবস্থান থাকবে। আর সেটি হলো রাশিয়ায় অবস্থিত মার্কিন দূতাবাস। বাইডেনের ক্ষমতা গ্রহণ ও দুই দেশের চলমান উত্তেজনার মধ্যেই এ খবর আসলো। 

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কংগ্রেসে এমন প্রজ্ঞাপন যাওয়ার সপ্তাহখানেকের মধ্যে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় সাইবার হামলার খবর জানা গেছে। পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এর জন্য রাশিয়াকে অভিযুক্ত করেছেন।

রাশিয়ার ভ্লাদিভস্তক শহরে অবস্থিত মার্কিন কনস্যুলেট

 

শুক্রবার সিএনএন এর হাতে আসা ওই প্রজ্ঞাপনের একটি অনুলিপি অনুযায়ী মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, মস্কো আরোপিত নানান বিধিনিষেধের কারণে রাশিয়ায় কর্মী নিয়ে চ্যালেঞ্জের মুখে এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। 

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এ খবর নিশ্চিত করে বলেছেন, রাশিয়ায় নিয়োজিত মার্কিন রাষ্ট্রদূত জন সুলিভানের সঙ্গে বিশদভাবে আলোচনার পর পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এমন সিদ্ধান্ত নিয়েছেন। 

এএস