ভারতীয় রেলে কয়লা সংকট, তিন মাসে বাতিল ১৯০০ ট্রেন
কয়লা সংকটে বেকায়দায় ভারত। চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যে ভারতে কয়লার চাহিদায় ব্যাপক ঘাটতি দেখা দিতে পারে। এমনই আশঙ্কা করা হচ্ছে। জানা গেছে, কয়লার অভাবে বছরভরই ভুগতে হয়েছে ভারতীয় রেলকে। এ বছর সব মিলিয়ে বাতিল করতে হয়েছে ৯ হাজার ট্রেন। যার মধ্যে গত তিন মাসে বাতিল হয়েছে ১ হাজার ৯০০ ট্রেন। যার কারণ কয়লার ঘাটতি।
চন্দ্রশেখর গৌর নামের এক ব্যক্তি ওই আরটিআই দাখিল করেন। তারই শুনানিতে বলা হয়েছে, মোট প্রায় ৯ হাজার ট্রেন যে বাতিল হয়েছে, তার মধ্যে ৬ হাজার ৯৯৫টি ট্রেন বাতিল হয়েছে রক্ষণাবেক্ষণের কাজে। আর ১ হাজার ৯৩৪টি ট্রেন বাতিল হওয়ার পেছনে রয়েছে কয়লার ঘাটতি। মার্চ থেকে মে মাসের মধ্যে ট্রেনগুলো বাতিল হয়েছে। ভারতের মতো দেশে পরিবহণের জন্য জনগণের পছন্দ হিসেবে শীর্ষস্থানে রয়েছে রেল। সেখানে এভাবে ট্রেন বাতিল যে বেশ অসুবিধার সৃষ্টি করছে তাতে সন্দেহ নেই।
বিজ্ঞাপন
প্রসঙ্গত, বছরের তৃতীয় ত্রৈমাসিকের মধ্যেই জ্বালানি সংকট আরও তীব্র হতে পারে এমনই আশঙ্কা রয়েছে। দেশটির বিদ্যুৎ মন্ত্রণালয়ের এক অভ্যন্তরীণ রিপোর্টের বরাতে সংবাদ সংস্থা রয়টার্স এমনটাই জানিয়েছে।
উল্লেখ্য, এর আগে ২০১৫ সালে এই পরিস্থিতি তৈরি হয়েছিল। চাহিদার তুলনায় শক্তির যোগান কমে গিয়েছিল সেই সময়। উত্তরোত্তর বিদ্যুতের চাহিদা বৃদ্ধির কারণে সেই পরিস্থিতি তৈরি হয়েছে ফের। যার জেরে দেশজুড়ে অন্ধকার নামার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
বিজ্ঞাপন
রয়টার্সের রিপোর্ট থেকে জানা গেছে, কেন্দ্রের আশঙ্কা কয়লার সরবরাহের তুলনায় চাহিদা ১৫ শতাংশ বাড়তে পারে। ফলে সব মিলিয়ে ৪ কোটি ২৫ লাখ টন ঘাটতি হতে পারে কয়লার।
ওএফ