কোভ্যাক্স প্রকল্পে ৭০০ কোটি ডলার দেবে জি৭
অনুন্নত ও অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা দেশগুলোর করোনা টিকা প্রাপ্তি নিশ্চিত করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রকল্প কোভ্যাক্স ভ্যাকসিন শেয়ারিং ইনিশিয়েটিভসের জন্য ৭০০ কোটি ডলার বরাদ্দ করেছে সাত শিল্পোন্নত দেশের সরকারপ্রধানদের জোট জি৭।
শুক্রবারের ভার্চুয়াল বৈঠক শেষে এক যৌথ বিবৃতিতে জি৭ নেতারা এই তথ্য জানান। বিবৃতিতে বলা হয়, বরাদ্দ করা ৭০০ কোটি ডলারের মধ্যে ৪০০ কোটি দেবে যুক্তরাষ্ট্র, ১০০ কোটি ২০ লাখ ডলার দেবে জার্মানি এবং বাকি ১০০ কোটি ৮০ লাখ ডলার দেবে সংগঠনের অপর পাঁচটি দেশ- ফ্রান্স, যুক্তরাজ্য, ইতালি, কানাডা ও জাপান।
বিজ্ঞাপন
বিবিৃতিতে আরো বলা হয়, প্রতিশ্রুত ৪০০ কোটি ডলারের অর্ধেক যুক্তরাষ্ট্র দেবে চলতি বছরেই। বাকি অর্ধেক পরবর্তী দু’বছরে ধাপে ধাপে দেওয়া হবে।
এদিকে একই দিন ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) জানিয়েছে, কোভ্যাক্স প্রকল্পে বরাদ্দের পরিমাণ ৫০ কোটি থেকে বাড়িয়ে ১০০ কোটিতে উন্নীত করেছে ইইউ।
বিজ্ঞাপন
ইউরোপের ২৭ টি দেশের জোট ইইউয়ের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেন শুক্রবার এক টুইটবার্তায় বলেন, ‘জি৭ এর এই পদক্ষেপকে ইইউ স্বাগত জানাচ্ছে। করোনা ভাইরাসের বিরুদ্ধে যতদিন পর্যন্ত বিশ্ব সুরক্ষিত না হচ্ছে, ততদিন আমাদেরও সুরক্ষার নিশ্চয়তা নেই। জি৭ কে অনুসরণ করে ইউরোপীয় ইউনিয়নও তাই কোভ্যাক্স প্রকল্পে বরাদ্দ বাড়ানো সিদ্ধান্ত নিয়েছে।’
‘পূর্বে এই প্রকল্পের জন্য যে ৫০ কোটি ডলার বরাদ্দের সিদ্ধান্ত নিয়েছিল ইইউ, বর্তমানে তা পরিবর্তন করে ১০০ কোটি ডলারে উন্নীত করা হয়েছে।’
এদিকে অর্থ বরাদ্দ করার এই পদক্ষেপ নেওয়ায় জি৭ এবং ইইউর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বিশ্ব স্বাস্থা সংস্থার প্রধান তেদ্রোস আধানম গেব্রিয়েসুস। শুক্রবার মিউনিকে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে গ্রেব্রিয়েসুস বলেন, ‘টিকা বিতরণে সমতা যে শুধু নৈতিকভাবে সঠিক তা নয়, বর্তমান পরিস্থিতিতে এটা বাস্তব ব্যবাহারিক ক্ষেত্রেও সবচেয়ে প্রয়োজনীয় পদক্ষেপ।’
২০২০ সালে দরিদ্র দেশগুলোতে টিকা বিতরণকারী আন্তর্জাতিক জোট গ্যাভি ভ্যাকসিন অ্যালায়েন্সের যৌথভাবে কোভ্যাক্স ভ্যাকসিন ইনিশিয়েটিভ প্রকল্প শুরু করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
এ প্রকল্পের আওতায় চলতি বছর ১০০ কোটি ৩০ লাখ ডোজ টিকা বিশ্বের অনুন্নত ও অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা দেশগুলোতে সরবরাহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ১১ কোটি এবং এ রোগে মৃত্যুসংখ্যা ইতেমাধ্যে ২৪ লাখ ছাড়িয়ে গেছে।
সূত্র: বিবিসি
এসএমডব্লিউ