আফগানিস্তানে পৃথক বিস্ফোরণে সেনা পুলিশসহ নিহত ৫
বিস্ফোরণের পর শনিবার ঘটনাস্থল পরিদর্শন করছেন আফগানিস্তানের পুলিশ বাহিনীর সদস্যরা
আফগানিস্তানে পৃথক তিন বিস্ফোরণে পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই আফগান সেনা, দুই পুলিশ কর্মকর্তা ও এক বেসামরিক ব্যক্তি রয়েছেন। শনিবার (২০ ফেব্রুয়ারি) রাজধানী কাবুলে এই হামলা ও হতাহতের ঘটনা ঘটে বলে আফগান পুলিশের বরাত দিয়ে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
কাবুল পুলিশের মুখপাত্র ফেরদৌস ফারামার্জ জানিয়েছেন, শনিবার ১৫ মিনিটের ব্যাবধানে রাজধানী কাবুলে প্রথম দুটি বিস্ফোরণ হয়। এর ঠিক দুই ঘণ্টা পর পুলিশের একটি গাড়িকে লক্ষ্য করে তৃতীয় বিস্ফোরণটি ঘটানো হয়। হামলা ও বিস্ফোরণের দায় অবশ্য তাৎক্ষণিকভাবে কোনো উগ্রবাদী গোষ্ঠী স্বীকার করেনি।
বিজ্ঞাপন
আলজাজিরা জানিয়েছে, তিনটি পৃথক হামলার মধ্যে দ্বিতীয়টিতে কাবুলের উত্তর-পশ্চিমাঞ্চলীয় এলাকায় আফগান সামরিক বাহিনীর সদস্যদের বহনকারী একটি গাড়িতে হামলা চালানো হয়। এতে দুই সেনাসদস্য ঘটনাস্থলেই নিহত হন।
একইসঙ্গে ঘটনাস্থলের পাশে থাকা এক বেসামরিক নাগরিকও নিহত হন। অন্যদিকে কাবুলের পশ্চিম এলাকায় পুলিশের একটি গাড়ির ওপর তৃতীয় হামলার ঘটনা ঘটে। এতে দুই পুলিশ কর্মকর্তা নিহত হন।
বিজ্ঞাপন
অন্যদিকে প্রথম হামলাটি একটি বেসামরিক গাড়িকে লক্ষ্য করে চালানো হয়। এতে আহত হন দুই বেসামরিক ব্যক্তি। হামলা ও হতাহতের ঘটনার পর তদন্ত কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে কাবুল পুলিশ।
সাম্প্রতিক সময়ে আফগানিস্তানে রক্তক্ষয়ী হামলার সংখ্যা অনেক বেড়েছে। এজন্য তালেবানকে দায়ী করে আসছে দেশটির প্রশাসন। সম্প্রতি দেশটির গোয়েন্দা প্রধানের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২০ সালে বিদ্রোহী গোষ্ঠীটি ১৮ হাজারের বেশি হামলার সঙ্গে জড়িত ছিল।
এসব হামলা বা হত্যার বেশিরভাগের দায় কোনো জঙ্গি সংগঠনই স্বীকার করেনি। তবে দেশটির সরকারি কর্মকর্তারা অধিকাংশ ক্ষেত্রে বিরোধীপক্ষ সশস্ত্র গোষ্ঠী তালেবানকে দায়ী করে থাকেন। অবশ্য তালেবান এসব হামলা ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নয় বলে এর আগে বার্তাসংস্থা এপির কাছে দাবি করেছিলেন গোষ্ঠীটির মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ।
সূত্র: আলজাজিরা
টিএম