দিল্লির নিউ ফ্রেন্ডস কলোনির বাসিন্দা দিব্যা পুরি। মাত্র ৯ বছর বয়সেই ক্যানসারে বাবাকে হারান। মা বেঁচে থাকলেও একাকীত্ববোধ হত তার। সেই একাকীত্ব দূর করতে নিবিড় বন্ধুত্ব গড়ে তোলেন পথ কুকুরের সঙ্গে। প্রাণীগুলোকে খাবার দিয়ে তৃপ্তি পেতেন দিব্যা।

বর্তমানে দিব্যা পুরি বয়স ৩৬, পেশায় একজন অডিটর। তার শখ পথ কুকুরদের প্রতিদিন খাওয়ানো। সেই সঙ্গে আহত যেকোনো প্রাণীকে উদ্ধার করে চিকিৎসা করানোও তার একটি নেশা। বর্তমানে প্রতিদিন গড়ে ৪০০ কুকুরকে খাবার দেন তিনি।

পথ কুকুরদের খাওয়ানো ও পরিচর্যার জন্য দিব্যা গড়ে তুলেছেন পুরি ফাউন্ডেশন। মূলত বাবার মারা যাওয়ার পর থেকে তার মা-ই সেটি গড়ে তোলেন। মা-মেয়ে দুজনই দায়িত্ব নিয়ে পথ কুকুরদের খাবারের ব্যবস্থা করতেন প্রতিদিন। কিন্তু করোনা মাকে হারান দিব্যা।

দিব্যার পুরি ফাউন্ডেশনের প্রতিদিনের খাদ্য তালিকায় থাকে ৭৫ কেজি চাল, ৪৫ কেজি মুরগির মাংস। পাঁচ কিলোমিটার এলাকার মধ্যে ৪০০ কুকুরকে খাওয়ানো হয় এই খাবার।

করোনায় লকডাউন চলাকালীনও বন্ধ হয়নি পথ কুকুরদের জন্য দিব্যার এই কার্যক্রম।

এমএইচএস