ফাইল ছবি

তেলেঙ্গানার হায়দ্রাবাদ বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠক চলছিল। সেখানে হায়দ্রাবাদকে ‘ভাগ্যনগর’ বলে সম্বোধন করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপরই নাম বদলে যাচ্ছে কি না তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।

রোববার (৩ জুলাই) বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকে এক ভারতের পক্ষে কথা বলেন মোদি। তার মন্তব্য উল্লেখ করে বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ বলেন, হায়দ্রাবাদ হলো ভাগ্যনগর, যা আমাদের সবার কাছে গুরুত্বপূর্ণ। সংঘবদ্ধ ভারতের ভিত্তিস্থাপন করেছিলেন সর্দার প্যাটেল, বিজেপি তার সেই স্বপ্নই সফল করছে।

তাহলে কি হায়দ্রাবাদের নাম পরিবর্তন করবে বিজেপি— এমন প্রশ্নের জবাবে স্পষ্ট বার্তা দেননি ভারতের কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল। তিনি বলেন, যখন বিজেপি তেলেঙ্গানায় সরকার গড়বে, তখন মুখ্যমন্ত্রী যা সিদ্ধান্ত নেওয়ার, তাই নেবেন।

বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকে টিআরএস প্রধান তথা তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও-সহ বিরোধীদের আক্রমণ করেছে বিজেপি। কংগ্রেস, তৃণমূলকে পরিবারতন্ত্র নিয়ে খোঁচা দিয়েছে গেরুয়া শিবির।

বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকেও মোদির মুখে বাংলার নাম শোনা গেছে। অত্যাচার প্রসঙ্গে দুবার বাংলার নাম উল্লেখ করেছেন নরেন্দ্র মোদি। বাংলা, কেরালার বিজেপি কর্মীরা অত্যাচার সহ্য করছেন বলে দাবি করেন ভারতের প্রধানমন্ত্রী।

বাংলা, কেরালা, তেলেঙ্গানাতে অত্যাচার সহ্য করেও যেভাবে বিজেপি কর্মীরা কাজ করছেন তার প্রশংসা করেন মোদি।

এসএসএইচ