ডব্লিউএইচও’র বিনামূল্যের টিকা প্রথম পেল ঘানা
দরিদ্র ও উন্নয়নশীল দেশের মানুষের কাছে করোনার টিকা পৌঁছে দেওয়ার লক্ষ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নেওয়া উদ্যোগ ‘কোভ্যাক্সের’ আওতায় প্রথম টিকার চালান পৌঁছেছে আফ্রিকার দেশ ঘানায়। বুধবারের অনলাইন প্রতিবেদনে এ খবর জানিয়েছে বিবিসি।
ধনী-গরীব নির্বিশেষে সবার জন্য টিকা নিশ্চিত করার লক্ষ্যে এ উদ্যোগ নিয়েছে ডব্লিউএইচও। জাতিসংঘের স্বাস্থ্য বিষয়ক অঙ্গসংস্থাটি চলতি বছরের মধ্যে দুইশ কোটি ডোজ টিকা বিতরণের লক্ষ্যে কাজ করছে।
বিজ্ঞাপন
প্রথম চালানে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও ওষুধ কোম্পানি অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনা টিকার মোট ৬ লাখ ডোজ স্থানীয় সময় বুধবার ঘানার রাজধানী আক্রায় পৌঁছায় বলে নিশ্চিত করেছে বিবিসি।
জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ) ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, ‘এটা ছিল একটা স্মরণীয় মুহূর্ত। মহামারির অবসান ঘটাতে ঘানায় করোনার টিকা পৌঁছানোটা ছিল খুবই গুরুত্বপূর্ণ।’
বিজ্ঞাপন
পশ্চিম আফ্রিকার দেশটিতে ৮০ হাজার ৭০০ এর বেশি মানুষের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এরমধ্যে ৫৮০ জন মারা গেছেন। নমুনা পরীক্ষার হার কম হওয়ায় প্রকৃত আক্রান্তের সংখ্যা বেশি বলেই ধারণা।
যৌথ বিবৃতিতে ইউনিসেফ ও ডব্লিউএইচও জানিয়েছে, ঘানায় প্রথম এই চালানের মাধ্যমে প্রথম দফায় নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে মহামারি কোভিড-১৯ টিকা পৌঁছে দেওয়ার কাজটি শুরু হলো।’
এএস