মদের নেশায় বুঁদ এক যুবক। প্রতিদিনের মতো গতকালও মদ খাওয়ার নেশা জাগে তার। কিন্তু হাতে নেই কোনো টাকা। তাই দোকানে ঢুকে হঠাৎ ধার চেয়ে বসল মদ। বিক্রয়কর্মী দিতে অস্বীকার করলেই বাঁধে বিপত্তি। শুরু করেন এলোপাতাড়ি কোপ।

এমনই এক ঘটনা ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের বাঁকুড়ার বেলিয়াতোড় থানার বৃন্দাবনপুর গ্রামের একটি মদের দোকানে। এ ঘটনায় গুরুতর আহত বিক্রয়কর্মীকে উদ্ধার করে বাঁকুড়ার একটি হাসপাতালে নেওয়া হয়। পরে বেলিয়াতোড় থানা পুলিশ ওই অভিযুক্তকে আটক করেছে।

স্থানীয় সূত্র বলছে, বৃন্দাবনপুর গ্রামের ভাসাপুলের একটি মদের দোকানে সোমবার দুপুরে দোকানে একাই বসেছিলেন শীতল ঘোষ নামের ওই বিক্রয়কর্মী। হঠাৎ হাজির হয় বৃন্দাবনপুর স্টেশন মোড় এলাকার চায়ের দোকানদার প্রদীপ মন্ডল। 

সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, দোকানে ঢুকে হঠাৎ চেয়ারে বসে থাকা বিক্রয়কর্মীর হামলা চালায় প্রদীপ মন্ডল। হাতে থাকা একটি রাম দা দিয়ে শীতলের ঘাড় ও গলাতে এলোপাতাড়ি কোপ দেয় প্রদীপ। পরে তিনি দোকান ছেড়ে চলে গেলে এলাকার মানুষ আহত শীতলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

সূত্র : নিউজ১৮।

এমএ