রেলস্টেশন থেকে চুরি যাওয়া শিশু মিলল বিজেপি নেত্রীর বাড়িতে
ছবি : জি নিউজ
ভারতের বৃহত্তম ও সবচেয়ে জনবহুল রাজ্য উত্তরপ্রদেশের মথুরা শহরের রেলস্টেশন থেকে গত সপ্তাহে চুরি হওয়া সাত মাস বয়সী একটি ছেলেশিশুকে পাওয়া গেছে স্থানীয় এক বিজেপি নেত্রীর বাড়িতে।
মথুরা পুলিশ বিভাগের বরাত দিয়ে সোমবার এক প্রতিবেদেনে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, প্রায় এক সপ্তাহ আগে, ২৩ আগস্ট মথুরা রেলস্টেশন থেকে চুরি করা হয়েছিল শিশুটিকে। যে সময় শিশুটিকে চুরি করা হয়, তখন ওই দম্পতি ঘুমিয়ে ছিলেন। স্টেশনের সিসিটিভি ফুটেজে সেই চুরির দৃশ্য ধরাও পড়েছে।
বিজ্ঞাপন
এই ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে দীপ কুমার নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশ। তারপর তাকে জিজ্ঞাসাবাদ করে পাওয়া তথ্যের ভিত্তিতে শুরু হয় অভিযান। শেষে সোমবার স্টেশন থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে মথুরার স্থানীয় বিজেপি নেত্রী বিনীতা আগারওয়ালের বাসা থেকে উদ্ধার করা হয় শিশুটিকে।
বিনীতা আগারওয়াল ও তার স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দু’জনই স্বীকার করেন— কয়েকদিন আগে মথুরার পার্শ্ববর্তী জেলা হাথরাসের একটি হাসপাতালের দু’জন ডাক্তারের কাছ থেকে ১ লাখ ৮০ হাজার রুপির বিনিময়ে এই শিশুকে কিনেছেন তারা।
বিজ্ঞাপন
এই দম্পতির একটি কন্যাসন্তান রয়েছে। তারপরও কী কারণে এই কাজ করলেন, জানতে চাইলে তারা বলেন, তারা একটি পুত্রসন্তান চাইছিলেন। এ কারণেই এ কাজ করেন তারা।
বিজেপির উত্তরপ্রদেশ কিংবা কেন্দ্রীয় শাখা থেকে এখনও এ ব্যাপারে কোনো মন্তব্য করা হয়নি।
মথুরা পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা মোহাম্মদ মুশতাক সোমবার এক বিবৃতিতে বলেন, ‘আটক দীপ কুমার আমাদের কাছে স্বীকার করেছে— সে একটি গ্যাংয়ের সঙ্গে যুক্ত এবং এই গ্যাংয়ের প্রধান কাজ নবযাতক বা এক বছরের কম বয়সী শিশু চুরি করা। সে আরও বলেছে যে, কয়েকটি হাসপাতালের ডাক্তার ও স্বাস্থ্যকর্মীরাও এই গ্যাংয়ে যুক্ত।’
‘হাথরাসের ওই দুই চিকিৎসক গা-ঢাকা দিয়েছে। তাদের গ্রেপ্তারে আমরা হাথরাস পুলিশের সঙ্গে যোগাযোগ রাখছি। পুরো গ্যাংকে গ্রেপ্তারে আমাদের অভিযান চলছে।’
এসএমডব্লিউ