সাবধান হয়ে যান, সিরিয়ায় হামলার পর ইরানকে বাইডেন
সিরিয়ার পূর্বাঞ্চলে ইরানসমর্থিত দু’টি মিলিশিয়া গোষ্ঠীর স্থাপনায় মার্কিন সামরিক বাহিনীর হামলাকে তেহরানের জন্য সতর্কবার্তা বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেন। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো গত বৃহস্পতিবার সিরিয়ায় ওই হামলা চালানোর নির্দেশ দেন তিনি।
সাম্প্রতিক তুষারঝড়ে বিধ্বস্ত যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্য পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাইডেন বলেন, সিরিয়ায় বিমান হামলার মাধ্যমে ইরানকে তিনি একটি বার্তা দেওয়ার চেষ্টা করেছেন তিনি। ইরান দায়মুক্ত হয়ে কাজ করতে পারে না। এ কথা বলার পর কিছুক্ষণ থেমে তিনি বলেন, সাবধান হয়ে যান।
বিজ্ঞাপন
ইরাকে যুক্তরাষ্ট্রের স্বার্থ লক্ষ্য করে ইরানসমর্থিত মিলিশিয়া গোষ্ঠীগুলোর রকেট হামলার জবাবে সিরিয়ার পূর্বাঞ্চলে মার্কিন সামরিক বাহিনী গত বৃহস্পতিবার হামলা চালায়। বাইডেনের নির্দেশে চালানো এই হামলার কড়া সমালোচনা করেছে ইরান এবং সিরিয়া। পেন্টাগনের একজন মুখপাত্র বলেছেন, সিরিয়ার পূর্বাঞ্চল এবং ইরাকের সামগ্রিক পরিস্থিতির উন্নয়নের লক্ষ্যে তারা ওই হামলা চালিয়েছেন।
পেন্টাগনের মুখপাত্র জন কিরবি বলেছেন, মার্কিন সামরিক বাহিনীর ওপর হুমকি মোকাবিলায় প্রেসিডেন্ট বাইডেনের নির্দেশে সিরিয়ায় ইরানসমর্থিত মিলিশিয়াদের বিরুদ্ধে হামলা চালানো হয়েছে।
বিজ্ঞাপন
সিরিয়ায় মার্কিন মিত্র ও যৌথবাহিনীর সঙ্গে পরামর্শের পর প্রেসিডেন্ট জো বাইডেন ওই হামলা চালানোর নির্দেশ দেন বলে জানিয়েছেন তিনি।
যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস সিরিয়ায় মার্কিন হামলায় অন্তত ২২ জনের প্রাণহানি ঘটেছে বলে জানিয়েছে। মার্কিন হামলার পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে ইরান বলছে, বাইডেন প্রশাসনের এই সিদ্ধান্ত এ অঞ্চলের পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলবে।
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলী শামখানি বলেছেন, আমেরিকার সাম্প্রতিক পদক্ষেপ এই অঞ্চলে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) কার্যক্রমকে শক্তিশালী এবং প্রসারিত করবে।
তিনি বলেন, আমরা এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবাদ পুনরুত্থানের পরিকল্পনা মোকাবিলা করবো। তবে কীভাবে সেটি করা হবে, সেবিষয়ে বিস্তারিত কোনও তথ্য জানাননি ইরানি এই কর্মকর্তা।
সূত্র: রয়টার্স, আলজাজিরা।
এসএস