মাত্র ২১ বছর বয়সে ভারতের তিরুঅনন্তপুরমের মেয়র নির্বাচিত হয়েছিলেন আর্যা রাজেন্দ্রন। দেশটির কনিষ্ঠতম মেয়র হিসেবে নির্বাচিত হয়ে রেকর্ড গড়া এই সিপিএম নেত্রী এবার সাত পাকে বাঁধা পড়লেন। পাত্র কেরলের কনিষ্ঠতম বিধায়ক অর্থাৎ সিপিএমের ছাত্র সংগঠন এসএফআইয়ের নেতা সচিন দেব।

গত রোববার (৫ সেপ্টেম্বর) কেরালা সিপিএমের সদর দপ্তরে তাদের বিয়ে উপলক্ষে অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, সিপিএমের রাজ্য সম্পাদক গোবিন্দন মাস্টারসহ অন্যান্য নেতাকর্মীরা।

ওইদিন পরিবারের সদস্য এবং দলীয় নেতাদের উপস্থিতিতে এই দম্পতি লাল মালা বিনিময় করেন। উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতেই দলীয় সহকর্মী সচিনকে বিয়ে করার কথা প্রকাশ্যে জানিয়েছিলেন আর্যা।

এদিকে নিজেদের বিয়েতে কোনো ধরনের উপহার আনতে মানা করে দিয়েছিলেন সচিন-আর্যা। তবে আমন্ত্রণপত্রে জানিয়েছেন, তাদের উপহার না দিয়ে অতিথিরা যেন মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল বা তিরুঅনন্তপুরম পুরসভা পরিচালিত বৃদ্ধাশ্রমে অনুদান দেন।

ভারতের কনিষ্ঠতম মেয়র হয়ে রেকর্ড গড়েন সিপিএম নেত্রী আর্যা রাজেন্দ্রন। ২০২০ সালে ২১ বছর বয়সে তিরুঅনন্তপুরমের মেয়র হন তিনি। অন্যদিকে কেরলের কনিষ্ঠতম বিধায়ক তথা সিপিএমের ছাত্র সংগঠন এসএফআইয়ের নেতা সচিন দেব। কোঝিকোড় জেলার বালুসেরি কেন্দ্র থেকে ২০২১ সালে প্রথমবার বিধানসভা ভোটে জেতেন এসএফআইয়ের রাজ্য সম্পাদক সচিন।

এমএইচএস