১৯৬১ সালে ভারতে এসেছিলেন রানি দ্বিতীয় এলিজাবেথ। তিনি ছিলেন প্রথম ব্রিটেনের রানি, যিনি স্বাধীন ভারতে এসেছিলেন। তার ওই সফরটি ছিল স্মৃতিবিজড়িত।

সফরে ভারতের প্রজাতন্ত্র দিবসের প্যারেডের অংশ নেওয়ার আগে রাজস্থানের জয়পুরে গিয়েছিলেন রানি। সেখানে তাকে ও তার সফরসঙ্গী ডিউককে রাজকীয় অভ্যর্থনা দেওয়া হয়েছিল। জয়পুরের তৎকালীন মহারাজা দ্বিতীয় সওয়াই মনসিংহের সঙ্গে হাতির পিঠে চড়েছিলেন দ্বিতীয় এলিজাবেথ।

প্রজাতন্ত্র দিবসের প্যারেডের পর আগ্রায় তাজমহল দর্শনে গিয়েছিলেন রানি। খোলা গাড়িতে চড়ে তাজমহল যাওয়ার সময় হাজার হাজার মানুষের উদ্দেশে হাত নাড়তে দেখা গিয়েছিল তাকে।

মহাত্মা গান্ধী মারা যাওয়ার ১৩ বছর পর প্রথম বার ভারতে এসেছিলেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ। ওইসময় তিনি গান্ধীর সমাধিস্থলে শ্রদ্ধা জ্ঞাপন করেছিলেন। তারপর দুইবার ভারতে এসেছিলেন তিনি।

উল্লেখ্য, বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) ব্রিটিশ সাম্রাজ্যের সিংহাসনে সবচেয়ে দীর্ঘ সময় ধরে আসীন ও বিশ্বের প্রবীণতম রানি দ্বিতীয় এলিজাবেথ মারা যাব। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর।

রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে শোক জানিয়েছেন বিশ্বনেতারা। অনেকে রানির সঙ্গে সাক্ষাতের স্মৃতিচারণা করেছেন।

এমএইচএস