ভারতের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ভাঙন ধরেছে দেশটির আসাম রাজ্য বিজেপি জোটে। রাজ্যে সরকারে ক্ষমতাসীন বিজেপি-অগপ (অসম গণপরিষদ) জোটের অন্যতম দল বোডোল্যান্ড পিপলস ফ্রন্ট (বিপিএফ) বিজেপি জোট ছেড়ে কংগ্রেস নেতৃত্বাধীন মহাজোটে যুক্ত হচ্ছে।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক বিবৃতিতে বিপিএফের প্রধান নেতা হাগ্রামা মোহিলারি বলেন, ‘আসাম থেকে যাবতীয় দুর্নীতি-অনাচারের মূলোৎপাটন, শান্তি-ঐক্য-উন্নয়ন এবং একটি স্থিতিশীল সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিপিএফ (কংগ্রেস নেতৃত্বাধীন) মহাজোটে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আজ থেকে বিজেপির সঙ্গে বিপিএফের আর কোনো বন্ধুত্ব নেই। আসন্ন বিধানসভা নির্বাচনে মহাজোটের সঙ্গে হাতে হাত মিলিয়ে এগিয়ে যাবে বিপিএফ।’

আসামের ব্রহ্মপুত্র নদের উত্তর তীর ঘেঁষা চার জেলা নিয়ে গঠিত আঞ্চলিক স্বায়ত্বশাসিত অঞ্চল বোডোল্যান্ড মূলত বোডো জাতিগোষ্ঠী অধ্যুষিত।

২০০৫ সালে আসামে গঠিত হয় বিপিএফ। শেষ বিধানসভা নির্বাচনে আসাম বিধানসভার ১২৬টি আসনের মধ্যে ১২টি আসনে জয় পেয়েছিল তারা।

শুরুর দিকে কংগ্রেসের সঙ্গে জোটে ছিল বোডোল্যান্ডের এই দলটি। পরে বিজেপি-র সঙ্গে তাদের জোট তৈরি হয়। কিন্তু বোডোল্যান্ড টেরিটোরিয়াল কাউন্সিলের নির্বাচনে বিজেপি জোটসঙ্গী বিপিএফ-কে দূরে সরিয়ে দিয়েছিল বিজেপি।

কিন্তু তার পরেও গত বছর ডিসেম্বরে বোডোল্যান্ড কাউন্সিলের নির্বাচনে ৪০টি আসনের মধ্যে ১৭টিতে জয় পায় বিপিএফ। একক বৃহত্তম দল হিসাবে উঠে আসার ফলে রাজনৈতিক গুরুত্বও অনেকটা বেড়ে যায় দলের।

তবে তাতেও বিজেপির সঙ্গে সম্পর্কের শীতলতা কাটেনি বিপিএফের। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ওই ভোটের পর বোডোল্যান্ডের অন্য দল ইউনাইটেড পিপলস পার্টি লিবারেলকে (ইউপিপিএল) ১২টি আসন জেতার জন্য শুভেচ্ছা জানিয়েছিলেন।

সম্পর্কের শীতলতা তিক্ততার পর্যায়ে পৌঁছায় চলতি মাসের শুরুর দিকে। আসামের অর্থমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা স্পষ্ট করে জানিয়ে দেন, আসন্ন বিধানসভা নির্বাচনে বিপিএফ-এর সঙ্গে হাত মিলিয়ে লড়বে না গেরুয়া শিবির। সেই পথ দিয়েই বিজেপি-র সঙ্গ ত্যাগের কথা জানাল বিপিএফ।

আগামী ২৭ মার্চ থেকে পশ্চিমবঙ্গ, কেরালা, তামিলনাড়ু ও আসাম— ভারতের এই চার রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল পদুচেরিতে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ শুরু হবে। ফলাফল ঘোষণা হবে আগামী ২ মে।

এই রাজ্যগুলোর মধ্যে পশ্চিমবঙ্গে ৮ দফায় ভোট হবে, আসামে হবে ৩ দফায় ভোট। এছাড়া বাকি দুই রাজ্য ও পদুচেরিতে এক দফাতেই ভোটের কাজ শেষ করা হবে।

সূত্র: এনডিটিভি

এসএমডব্লিউ